হোম পিছনে ফিরে যান

Health Tips: আলস্য, ক্লান্তি, এনার্জির অভাব? সাপ্লিমেন্ট নয়, রোজ খান এই একটা ফল, শরীরে পাবেন ৭ ঘোড়ার শক্তি

news18.com 2024/10/5

এই ফলেপ্রয়োজনীয় পুষ্টির ঘাটতি মিটিয়ে ফেলবে আর শরীর প্রয়োজনীয় পুষ্টি পেলে, শক্তির ঘাটতি হবে না।

News18 Bengali

তিনি বলছেন, কলা এমন একটি ফল, যা পুষ্টির ভাণ্ডার। এতে ভিটামিন বি, ভিটামিন সি, পটাশিয়াম, ম্যাগনেসিয়ামের মত গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে। রয়েছে খনিজের ভাণ্ডার, যার ফলে শরীরে পুষ্টির ঘাটতি মিটবে। এছাড়াও কলাতে থাকা ফাইবার অন্ত্রে ভাল ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়িয়ে তোলে। কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়।

People are also reading