হোম পিছনে ফিরে যান

নারায়ণগঞ্জে একটি ভবন থেকে ৩টি বোমা উদ্ধার

boishakhionline.com 2024/10/5

প্রকাশিত: ০৩-০৭-২০২৪ ০১:২৫

আপডেট: ০৩-০৭-২০২৪ ০১:২৫

নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি জঙ্গি আস্তানা থেকে তিনটি বোমা উদ্ধার করে নিস্ক্রিয় করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে বরপার আড়িয়াবো এলাকার চারতলা একটি বাড়িতে অভিযান শুরু করে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) ও বিশেষায়িত বাহিনী সোয়াত। 

অ্যান্টি টেরোরিজম ইউনিটের পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, বাড়ির প্রতিটি ফ্ল্যাটের রুমে তল্লাশি করা হয়। একটি রুম থেকে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করা হয়। এছাড়া বোমা তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়। পরে বিস্ফোরণ ঘটিয়ে বোমাগুলো নিস্ক্রিয় করা হয়েছে।

তিনি বলেন, এর আগে আটক হওয়াদের খবর পেয়ে হয়তো এই বাড়িতে থাকা জঙ্গি সদস্যরা পালিয়ে গেছে। তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সদস্য হতে পারে। তবে অভিযানের সময় বাড়িটিতে কাউকে পাওয়া যায়নি।

সৌদি প্রবাসী জাকির হোসেনের মালিকানাধীন চারতলা ভবনের তৃতীয় তলায় জঙ্গি আছে সন্দেহে সকাল থেকে ঘিরে রাখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

People are also reading