হোম পিছনে ফিরে যান

Jamuria: হঠাৎ আকাশ থেকে 'উড়ে এসে' পড়ল বাড়ির গায়ে! তারপর যে ভয়ংকর কাণ্ড ঘটল...

india.com 2024/5/19

জামুড়িয়ায় জোর চাঞ্চল্য!

Jamuria Bizzare Incident

বাসুদেব চট্টোপাধ্য়ায়: আকাশ থেকে কিছু একটা পড়ল! আর তাতেই ভেঙে যায় দোতলা বাড়ির একটা অংশ। তারপর সেটি পাশের একটি বাড়ির উঠোনের মাটি ভেদ করে ভিতরে ঢুকে গেল। ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার জামুরিয়া থানার অন্তর্গত ইকরা গ্রামে।   

জামুড়িয়ায় জোর চাঞ্চল্য!

Jamuria Bizzare Incident

এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামে। গ্রামের বাসিন্দা অক্ষয় বাউড়ি জানান, আমাদের চোখের সামনে অনিল বাধ্য করের দোতলা বাড়ির উপর ভারী কোনও গোলাকার একটি বস্তু উড়ে এসে পড়ে। যার জেরে বাড়ির একটা অংশ ভেঙে পাশে অবস্থিত মাগারাম বাধ্যকরের উঠোনে গিয়ে পড়ে।   

জামুড়িয়ায় জোর চাঞ্চল্য!

Jamuria Bizzare Incident

সেখানে উঠোন ভেদ করে মাটির তলায় ঢুকে যায়। সেখানে তখন ছিল অমর বাদ্যকরের মেয়ে ঝুলন। এই ঘটনায় সে অনেকটাই আহত হয়েছে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার গোটা গা কার্যত পুড়ে গিয়েছে ও শরীরেও আঘাত পেয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।   

জামুড়িয়ায় জোর চাঞ্চল্য!

Jamuria Bizzare Incident

ঘটনার তদন্তে জামুড়িয়া থানার পুলিস। পুলিসের প্রাথমিক অনুমান, পাশে যাদুডাঙা এলাকায় একটি লোহার রোলিং মিলের কারখানা রয়েছে। সম্ভবত সেই কারখানার আরপিএম মোটরস-ই খুলে বেরিয়ে যায় তীব্র গতিতে।   

জামুড়িয়ায় জোর চাঞ্চল্য!

Jamuria Bizzare Incident
People are also reading