হোম পিছনে ফিরে যান

Pak violates ceasefire | নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন পাক সেনার, পালটা জবাব ভারতের

uttarbangasambad.com 4 দিন আগে

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এলওসিতে সেনাবাহিনীর তরফে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে পুঞ্চ জেলার কৃষ্ণাঘাটি সেক্টরে এলওসিতে বিনা উসকানিতে গুলি চালিয়েছে পাক রেঞ্জার্স। ভারতীয় সেনাবাহিনীও তার পালটা জবাব দিয়েছে। সেনার তরফে জানানো হয়েছে, সীমান্তের ওপার থেকে ভারতীয় পোস্ট লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। তবে গুলিবর্ষণে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

সেনা আধিকারিকদের অনুমান, জঙ্গিদের ভারতীয় ভূখণ্ডে অনুপ্রবেশ আড়াল করতেই পাক রেঞ্জার্স গুলি চালিয়েছে। যুদ্ধবিরতি লঙ্ঘনের পর নিয়ন্ত্রণ রেখায় হাই অ্যালার্ট জারি করা হয়েছে। পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের অনুপ্রবেশ রুখতে নিরাপত্তা বাহিনীর তরফে নজরদারি বাড়ানো হয়েছে। এলাকায় তল্লাশি চলছে। প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ছয় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বন্দুকযুদ্ধে জইশ-ই-মহম্মদ (জেএম)-এর তিন জঙ্গি নিহত হয়েছিল।

People are also reading