হোম পিছনে ফিরে যান

‘কাশ্মীর-সমস্যা সমাধানে’ ইরানের নতুন প্রেসিডেন্টের ভূমিকা চায় জামায়াত

banglatribune.com 2024/10/6

ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। সোমবার (৮ জুলাই) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমি আশা করি ফিলিস্তিন ও কাশ্মীরসহ মুসলিম বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের ব্যাপারে তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। বিশ্বশান্তি ও নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে আমরা তাঁর যথার্থ ভূমিকা প্রত্যাশা করছি।’

কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলমের নামে পাঠানো বিবৃতিতে মাসুদ পেজেশকিয়ানকে দলের পক্ষ থেকে অভিনন্দন জানান জামায়াত আমির।

তিনি বলেন, ‘আমি আশা করি ইরান ও বাংলাদেশের মধ্যে বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পারিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।’

পৃথক এক বিবৃতিতে গ্রেট ব্রিটেনের লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় তাকেও অভিনন্দন জানিয়েছেন শফিকুর রহমান। জামায়াতের আমির আশা করেন, ‘তিনি বিশ্বে বিরাজমান বিভিন্ন সমস্যার শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে অত্যন্ত বলিষ্ঠ ও ন্যায়সঙ্গত ভূমিকা পালন করবেন।’

বিবৃতিতে আমির উল্লেখ করেন, ‘বাংলাদেশসহ সারা বিশ্বে গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা ও মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে তাঁর বলিষ্ঠ ভূমিকা আমরা আশা করি।’

People are also reading