হোম পিছনে ফিরে যান

গাজার ‘মানবিক অঞ্চলে’ ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

justnewsbd.com 2 দিন আগে
গাজার ‘মানবিক অঞ্চলে’ ইসরাইলের বিমান হামলা, নিহত ১২

আবারও গাজার ‘মানবিক অঞ্চলে’ বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই নৃশংস হামলায় অন্তত ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বার্তা সংস্থা এপির বরাতে অনলাইন আল জাজিরা জানিয়েছে, মঙ্গলবার ইসরাইলের ওই বিমান হামলায় একই পরিবারের ৯ জন সহ মোট ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। এছাড়া গাজার খান ইউনিসের শরণার্থী শিবিরগুলোতেও ইসরাইলের অভিযান পরিচালিত হচ্ছে এবং সেখান থেকে গাজার বাসিন্দাদের সরে যেতে বল প্রয়োগ করছে তেল আবিবের সেনারা।

জাতিসংঘের তথ্যমতে, সম্প্রতি ইসরাইলের হামলায় কমপক্ষে ২ লাখ ৫০ হাজার ফিলিস্তিনি খান ইউনিসের শরণার্থী শিবির এবং তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়েছে। এতে করে গাজায় বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখের কাছাকাছি। বলাচলে গাজার প্রায় সকল বাসিন্দারাই কোনো না কোনোভাবে বাস্তুচ্যুত হয়েছে।

খান ইউনিসের ইউরোপীয়ান হাসপাতাল থেকে শত শত অসুস্থ ও আহত মানুষকেও পালাতে বাধ্য করেছে ইসরাইলি সেনারা। ইসরাইলের স্থল আক্রমণ থেকে ওই অঞ্চলের হাসপাতালগুলোকে রক্ষা করার আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি রিক পিপারকর্ন।

অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে নুর শামস শরণার্থী বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এই হামলায় সেখানে ৪ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শেষ ২৪ ঘণ্টায় ওই শরণার্থী শিবিরে নারী এবং শিশুসহ নিহত হয়েছেন মোট ৬ ফিলিস্তিনি। এতে গাজায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯২৫ জনে।

এছাড়া গত নয় মাসের ইসরাইলে হামলায় আহত হয়েছেন ৮৭ হাজার ১৪১ ফিলিস্তিনি। জাতিসংঘের তথ্য বলছে এসব হতাহতের বেশির ভাগই নারী এবং শিশু। এছাড়া ইসরাইলের ক্রমাগত অবরোধের ফলে গাজার বিদ্যুৎ পরিষেবা প্রায় অচল হয়ে গেছে। বিশেষ করে সেখানের হাসপাতালগুলো জ্বালানি সংকটে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে রয়েছে। যার ফলে হাসপাতালগুলোতে মিলছেনা সঠিক চিকিৎসা সেবা।

People are also reading