হোম পিছনে ফিরে যান

গাজার খান ইউনিসের একাংশ খালির নির্দেশ ইসরাইলের

boishakhionline.com 3 দিন আগে

প্রকাশিত: ০২-০৭-২০২৪ ১৩:২৮

আপডেট: ০২-০৭-২০২৪ ১৩:২৮

আন্তর্জাতিক ডেস্ক : গাজার খান ইউনিসের পূর্বাঞ্চল খালি করার নির্দেশ দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী। এরইমধ্যে খান ইউনিস থেকে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছে। বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়ার পরও সেখানে গোলাবর্ষণ চালিয়েছে ইসরাইল। এদিকে, গাজায় হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ বলে দাবি করেছে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

আন্তর্জাতিক আহ্বানকে তোয়াক্কা না করেই অবরুদ্ধ গাজায় অভিযান চালিয়ে যাচ্ছে ইসরাইল। এতে প্রতিদিনই প্রাণ হারাচ্ছে নিরীহ ফিলিস্তিনিরা। নেতানিয়াহু বাহিনীর হামলা থেকে বাদ যাচ্ছে না উপত্যকার কোনও এলাকাই। 

এবার গাজার দ্বিতীয় বৃহত্তম শহর খান ইউনিসের পূর্বাঞ্চল থেকে ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র আভিচায় আদ্রাই। নিরাপত্তার স্বার্থে অবিলম্বে মানবিক অঞ্চল হিসেবে পরিচিত আল-মাওয়াসি এলাকায় সরে যেতে বলেছেন তিনি। সম্প্রতি সেই এলাকাতেও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী।  

শহর ছেড়ে যাওয়ার নির্দেশের পর খান ইউনিসের পূর্বাঞ্চলীয় এলাকায় গোলাবর্ষণ করেছে ইসরাইলি সেনাবাহিনী। এতে বেশ কয়েকজন হাতাহত হয়েছে। প্রাণভয়ে দ্রুত বসতভিটা ছাড়তে শুরু করেছে খান ইউনিসের বাসিন্দারা। এরইমধ্যে সেখানকার ইউরোপীয় হাসপাতাল ও তাঁবু ক্যাম্প থেকে শত শত বাস্তুচ্যুত ফিলিস্তিনি পালিয়ে গেছে। 

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ইসরাইলের নতুন উচ্ছেদ আদেশে বোঝা যায় গাজার কোনও স্থান নিরাপদ নয়। ইসারইলকে গাজায় বর্বরতা বন্ধের পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানান তিনি।  

গাজায় হামাসের সামরিক সক্ষমতা প্রায় শেষ করে ফেলেছে ইসরাইল। এমন দাবি করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, হামাসের সন্ত্রাসী বাহিনীকে নির্মূল করার কাজ প্রায় শেষ। তবে হামাসকে পুরোপুরি নিমূর্ল করার জন্য গাজায় হামলার ধারাবাহিকতা অব্যাহত থাকবে। 

এদিকে, ইসরাইলের ভূখণ্ড লক্ষ্য করে একাধিক রকেট ছুড়েছে ফিলিস্তিনির আরেক সশস্ত্র গোষ্ঠী ইসলামিক জিহাদ। ইসরাইলের তথ্য মতে, ইসলামিক জিহাদ অন্তত ২০টি রকেট নিক্ষেপ করেছে। 

People are also reading