হোম পিছনে ফিরে যান

গাংনীতে তুচ্ছ ঘটনায় সংঘর্ষে নারীসহ আহত ৭

jaijaidinbd.com 3 দিন আগে
ছবি-যায়যায়দিন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক সংঘর্ষে এক নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে ভর্তি করা হয়েছে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

তারা হচ্ছেন- তাহাজ উদ্দীন(৬০), আব্বাছ আলী(৪২) তারিকুল (২৫) ও সাবিনা খাতুন(২৫)। আহত হাসান, করিম, হাফিজুলকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনীর মহাম্মদপুর গ্রামে শুক্রবার বিকেলে।

আহত তারিক জানান, তার চাচা একলাচের মৃত্যুর পর তার সম্পত্তির মালিক হন চাচি সাবিনা ও তার তিন কন্যা। ইতোমধ্যে দুই কন্যার বিয়ে হয় এবং তাদের পাওনা সম্পদ ভাগ করে দেয়া হয়। ইতোমধ্যে চাচি সাবিনা গ্রামের তাহাজ উদ্দীন নামের একজনকে বিয়ে করেন। বিয়ের পর সাবিনা প্রাক্তন স্বামির সহায় সম্পত্তির সিংহভাগ নতুন স্বামি তাহাজ উদ্দীনের বাড়িতে নিয়ে আসেন। সামান্য কিছু টাকা ও আসবাবপত্র রয়ে যায় প্রাক্তন স্বামির বাড়ি।

ওই টাকা স্থানীয় চেয়ারম্যানের কাছে রক্ষিত আছে যা ছোট মেয়ের বিয়ের জন্য ব্যাংকে রাখা হবে বলে পারিবারিকভাবে সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু চাচি সাবিনা এটা মানতে নারাজ। সে তার নতুন স্বামিকে সাথে নিয়ে ওই বাড়িতে গিয়ে অন্যান্য মালামাল আনতে গেলে বাধা দেয়া হয়। এক পর্যায়ে চাচি সাবিনা তাহাজ উদ্দীনসহ অন্যান্যরা তারিক ও তার পরিবারের লোকজনের উপর হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে নারীসহ আহত হন অন্ততঃ ৭ জন। স্থানীয়রা পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক সীমা বিশ^াস জানান, গুরুতর আহত ৪ জনের মধ্যে তাহাজুদ্দীনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অন্যান্যরা আশংকামুক্ত।

গাংনী থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী জানান, সংঘর্ষের ঘটনাটি তিনি শুনেছেন এবং ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে।

যাযাদি/ এসএম

People are also reading