হোম পিছনে ফিরে যান

বানিয়াচংয়ে সর্দার নির্বাচন নিয়ে সংঘর্ষ ॥ আহত ৩০

habiganjexpress.com 2 দিন আগে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে গ্রাম্য সর্দার নির্বাচনকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৩০ জুন) সকাল ১১টায় বানিয়াচং উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের নন্দীপাড়া গ্রামের শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার দিন নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচন করার জন্য নন্দীপাড়া গ্রাম ও আশপাশের গ্রামের মানুষজন পূর্ব নির্ধারিত শেখ শাহনেওয়াজ ফুল মিয়ার বাড়িতে জমায়েত হয়েছিলেন। নন্দীপাড়া গ্রামের সর্দার নির্বাচনে শেখ বাবুল বক্স ও ইউপি সদস্য লোকমান মিয়া নিজেদের নাম ঘোষণা করেন। উভয় প্রার্থীর ভোটার বাছাই চলাকালে লোকমান মেম্বার ও বাবুল বক্সের লোকজনের মধ্যে বাকবিতন্ডায়র এক পর্যায়ে উভয় পক্ষ হামলায় জড়িয়ে পড়েন এবং উভয় পক্ষের মধ্যে ঘন্টাব্যাপী সংঘর্ষে ৩০ জনের মতো আহত হন। আহতদেরকে বানিয়াচং স্বাস্থ্যকমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুরুতর আহতদেরকে হবিগঞ্জ জেলা সদর ও সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
গুরুতর আহত আব্দুস সালাম (৬৫), বশির (৩৫) ও নজরুল(২৮), সুমন মিয়া (৩০)সহ আরও অনেকেই গুরতর আহত হয়েছেন। এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে নিয়ে এসেছে। পুলিশ এ ব্যাপারে সতর্ক রয়েছে। কোন পক্ষ যদি পুনরায় কোন খারাপ পরিস্থিতি তৈরি করতে চান তাহলে তাদেরকে কঠোর হস্তে দমন করা হবে।

People are also reading