হোম পিছনে ফিরে যান

এবার মাছ ধরার ফাঁদে মিললো রাসেলস ভাইপার

jagonews24.com 2024/7/5
এবার মাছ ধরার ফাঁদে মিললো রাসেলস ভাইপার

ঝিনাইদহের মহেশপুরে মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পরেছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে উপজেলার পেপুলবাড়িয়া এলাকার ভারতীয় সীমান্তবর্তী ইছামতি নদীতে সাপটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, উজ্জ্বল হোসেন নামে এক কৃষক নদীতে মাছ ধরার জন্য বাঁশের ফাঁদ পেতে রেখেছিলেন। দুপুরে নদীতে গিয়ে দেখতে পান ফাঁদের মধ্যে একটি সাপ আটকে আছে। পরে সেখান থেকে তারা সাপটি ধরে বাড়িতে নিয়ে আসে। পরে বন বিভাগের কর্মকর্তারা এসে নিশ্চিত করেন যে এটি বিষধর সাপ রাসেলস ভাইপার।

জেলা বন কর্মকর্তা খন্দকার গিয়াস উদ্দিন বলেন, মহেশপুরে কৃষকের মাছ ধরার ফাঁদে একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছিল। সাপটির দৈর্ঘ্যে সাড়ে ৩ ফুট। শুক্রবার সকালে খুলনা থেকে আমাদের বিশেষ টিম এসে সাপটি নিয়ে যায়।

আব্দুল্লাহ আল মাসুদ/জেডএইচ/এমএস

People are also reading