হোম পিছনে ফিরে যান

বে লিজিংয়ের নতুন এমডি রুকনুজ্জামান

corporatesangbad.com 6 দিন আগে

পুঁজিবাজার ডেস্ক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভূক্ত কোম্পানি বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া হয়েছে। আজ রোববার (২৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ রুকনুজ্জামান। বাংলাদেশ ব্যাংকের অনুমোদন অনুযায়ী চলতি বছরের ২১ মে রুকনুজ্জামান বে লিজিংয়ের এমডি পদে যোগদান করেন।

ব্যাংকিং ও আর্থিক খাতে তার রয়েছে ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা। মোহাম্মদ রুকনুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ গ্র্যাজুয়েট। তার বিস্তৃত পটভূমিতে আর্থিক ব্যবস্থাপনা, পরিচালন উৎকর্ষ ও কৌশলগত পরিকল্পনার প্রমাণিত ট্র্যাক রেকর্ড রয়েছে।

People are also reading