হোম পিছনে ফিরে যান

ঘুমন্ত শিশুকে সাপের দংশন, অ্যান্টিভেনম প্রয়োগ করতে করতে মৃত্যু

news24bd.tv 3 দিন আগে
ঘুমন্ত শিশুকে সাপের দংশন, অ্যান্টিভেনম প্রয়োগ করতে করতে মৃত্যু

কুষ্টিয়ার দৌলতপুরে কালাচ সাপের কামড়ে সোয়াদ ইসলাম (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

দৌলতপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহিউল ইসলাম মহি জানান, নিহত শিশু সোয়াদ দৌলতপুর উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী চৌহর্দ্দিরমাঠ গ্রামের সুখ চাঁদ আলীর ছেলে।

বুধবার (৩ জুলাই) দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় সাপে তাকে কামড় দেয়।

সে সময় সোয়াদ তার বাবা-মায়ের সাথে ঘুমিয়ে ছিল। কামড়ের পর শিশুটি টের পেয়ে চিৎকার দিলে বাবা-মা ঘুম থেকে জেগে শিশুটির পাশেই একটি সাপ দেখতে পায়। পরে শিশুটির বাবা সুখ চাঁদ ঘরে থাকা ধারাল হাসুয়া দিয়ে সাপটিকে কোপ দিয়ে মেরে ফেলে।

স্থানীয়রা বলেন, সাপটির নাম কালাচ। পরে সোয়াদকে দ্রুত দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মৃত্যু হয়।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, হাসপাতালে আসার সঙ্গে সঙ্গে শিশুটির চিকিৎসা শুরু হয়েছিল। অ্যান্টিভেনম প্রয়োগ চলছিল, তার মধ্যেই মৃত্যু হয়।

People are also reading