হোম পিছনে ফিরে যান

মঠবাড়িয়ায় জেলেপল্লীর সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে ছাতা বিতরণ

bbarta24.net 2024/10/6

পিরোজপুরের মঠবাড়িয়ায় জেলেপল্লীর দরিদ্র শিক্ষার্থীদের মাঝে রঙ্গিন ছাতা বিতরণ করা হয়েছে।

৫ জুলাই, শুক্রবার সকালে মঠবাড়িয়া হাতেখড়ি ফাউন্ডেশন উদ্দেগ্যে এই ছাতা বিতরণ করা হয়।

জানা গেছে, উপজেলার বড়মাছুয়া ইউনিয়নের ১৮১ নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির ৫০ জন শিক্ষার্থীদের মাঝে এসব ছাতা দেয়া হয়।

ছাতা পেয়ে স্কুলের শিক্ষার্থী, শিক্ষার্থী অভিভাবকসহ স্কুলের শিক্ষকরা খুশি।

৫ম শ্রেণির শিক্ষার্থী রাব্বি হোসেন জানায়, ছাতার জন্য প্রায় স্কুলে আসা হত না। এখন থেকে নিয়মিত স্কুলে আসতে পারব।

৩য় শ্রেণির শিক্ষার্থী খাদিজা আক্তার বলেন, এটা স্কুলে আসতে বাড়তি উৎসাহ যোগাবে। মা-বাবাও বৃষ্টির কারণে স্কুলে আসতে বারণ করবে না আর।

১৮১ নং উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পলি রানী বলেন, বর্ষাকাল এলে এই স্কুলে ক্লাসে জেলেপল্লীর শিক্ষার্থীর উপস্থিতির হার কমে যায়। কারণ হিসেবে এখনাকার শিক্ষার্থী অধিকাংশ দারিদ্র্য সীমার নিচে বসবাস করেন। আর ক্লাসে অনুপস্থিতির কারণ হিসেবে শিক্ষার্থীরা কাছে জানতে চাইলে কারণ হিসেবে বৃষ্টি ও ছাতা না থাকার কথা বলে। কাউকে দেখেছি বই-খাতা মাথায় দিয়ে বৃষ্টিতে ভিজে স্কুলে আসতে। সত্যিই এ বিশেষ উদ্দ্যোগ শিক্ষার্থী উপস্থিতির হার হার বৃদ্ধি পাবে।

সংগঠনের প্রতিষ্ঠাতা রুবেল মিয়া নাহিদ জানান, বলেশ্বর নদীর পাড়ের সুবিধাবঞ্চিত শিশুদের জীবনমান উন্নয়ন নিয়ে কাজ করে হাতেখড়ি ফাউন্ডেশন। ছাতার অভাবে প্রায়ই জেলে পল্লীর দরিদ্র শিক্ষার্থীরা স্কুলে যেতে পারে না জেনে তাদেরকে স্কুলমুখী করতে এ উদ্দ্যোগ। সংগঠনের সদস্যদের কাছ থেকে তহবিল সংগ্রহ করে প্রথম ধাপে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মধ্যে ৫০টি রঙিন ছাতা বিতরণ করা হয়েছে।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সজীব মিত্র, সাধারণ সম্পাদক সৌরভ হালদার, সদস্য রাব্বি, রচিসহ চলো স্বপ্ন ছুঁই ও সিট টু মিট সংগঠনের সদস্যরা।

বিবার্তা/তাওহিদুল/লিমন

People are also reading