হোম পিছনে ফিরে যান

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

desh.tv ১ দিন আগে

সাতক্ষীরা জেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (৩০ জুন) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো: সুমন হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তারা কোনো চিঠি পাননি, তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বিলুপ্তির বিষয়টি জানতে পেরেছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, নেত্রকোণা জেলা ছাত্রলীগের কমিটি ও সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন তার ফেইসবুক আইডিতে পোস্ট করেন। পাশাপাশি বিজ্ঞপ্তিতে নতুন কমিটি গঠন করার জন্য পদ-প্রত্যাশীদের জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ, কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো। একই সঙ্গে, স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধ করতে এবং বাংলাদেশ ছাত্রলীগ, সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি করার জন্য নতুন কমিটি গঠন করার উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

নতুন কমিটি গঠন করার জন্য পদ-প্রত্যাশীদের ১ জুলাই থেকে ৭ জুলাইয়ের মধ্যে বাংলাদেশ ছাত্রলীগের দপ্তর সেলে জীবনবৃত্তান্ত জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এর আগে, ২০২১ সালের ২৫ মে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্ষের স্বাক্ষর করা সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসএম আশিকুর রহমান আশিককে সভাপতি ও মো. সুমন হোসেনকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্য বিশিষ্ট একটি আংশিক কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত আংশিক কমিটির অন্যরা হলেন, সহ-সভাপতি ফজলে রাব্বি শাওন, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী শাহেদ পারভেজ ইমন ও হাসানুজ্জামান শাওন, সাংগঠনিক সম্পাদক মোঃ মহিদুল ইসলাম, আফিস শাহাবাজ খান।

কে

People are also reading