হোম পিছনে ফিরে যান

নীলফামারীতে ইমামকে কুপিয়ে জখম

jagonews24.com 3 দিন আগে
নীলফামারীতে ইমামকে কুপিয়ে জখম
ইমামের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী

নীলফামারীতে আবুল হোসেন (৬৪) নামের একজন ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা চলছে। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে নীলফামারী এশিয়ান হাইওয়ে রোডের অচিনতলা থেকে হরতকিতলার মাঝামাঝি পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আবুল হোসেন নীলফামারী সদরে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব। তিনি সদর লক্ষ্মীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারি এলাকার মৃত মফিজ উদ্দিন ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়ে সাইকেলযোগে কানাইকাটা তেঁতুলতলা ঘুন্টিরপাড়ে মক্তবে পড়াতে যান আবুল হোসেন। পথে হরতকিতলা পল্লী বিদ্যুৎ অফিসের কাছে পৌঁছালে মোটরসাইকেলে করে এসে কে বা কারা তার চোখে মরিচের গুঁড়া দেন। পরে ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে কোপ দিয়ে পালিয়ে যায়। তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে একজন অটোচালক উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক রোগীর অবস্থা বেগতিক দেখে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেন।

নীলফামারীতে ইমামকে কুপিয়ে জখম

এদিকে এ ঘটনার প্রতিবাদে বিকেলে হরতকিতলা বাজারে মানববন্ধন করেন এলাকাবাসী। এতে কয়েকশ মানুষ অংশ নেন।

পলাশবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মমতাজ আলী প্রামাণিক বলেন, ‘আমরা দলমত বুঝি না। উনি একজন ভালো মানুষ। অপরাধীকে দ্রুত গ্রেফতার করার অনুরোধ করছি। তা নাহলে আমরা আন্দোলনে নামবো।’

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, আজ ভোরে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অবস্থা গুরুতর হওয়ায় পরে রংপুর মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়।

নীলফামারী সদর থানার ওসি তানভীরুল ইসলাম জাগো নিউজকে বলেন, এ ঘটনায় এজাহার পেয়েছি। আমাদের একটি টিম মাঠে কাজ করছে। খুব শিগগির এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

ইব্রাহিম সুজন/এসআর/এএসএম

People are also reading