হোম পিছনে ফিরে যান

রংপুরে তিস্তার পানি বাড়লেও অতিক্রম করেনি বিপৎসীমা

bonikbarta.net 3 দিন আগে
ছবি —বণিক বার্তা।

উজানের পাহাড়ি ঢলে রংপুরে তিস্তা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যা ৬টায় তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৫১সেন্টিমিটার ও ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছ। 

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ওই দুই পয়েন্টের আশপাশে ৮৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। আগামী ২৪ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার ও ঘাঘট নদীসমূহের পানি সমতল সময় বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। এর ফলে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসমূহের পানি সমতল কয়েকটি পয়েন্টে স্বল্পমেয়াদে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে।

এদিকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া ও পীরগাছা উপজেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চল, চর ও দ্বীপ চরের কিছু এলাকা প্লাবিত হয়েছে।

People are also reading