হোম পিছনে ফিরে যান

ভারী বর্ষণে কাপ্তাই হ্রদে পানি বাড়ায় বেড়েছে বিদ্যুৎ উৎপাদন

parbattanews.com 6 দিন আগে
fec-image

টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেছে। এতে কর্ণফুলী বিদ্যুৎ কেন্দ্রে বেড়েছে বিদ্যুৎ উৎপাদন।

মঙ্গলবার (০২ জুন) সকাল থেকে কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি থেকে ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, কাপ্তাই হ্রদে রুলকার্ভ অনুযায়ী পানি থাকার কথা ৮৪ দশমিক ১৬ ফুট মিনস সি লেভেল। বর্তমানে হ্রদে পানি রয়েছে ৮৩ দশমিক ৬৯ ফুট মিনস সি লেভেল (এমএসএল )। যা গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ পানির লেভেল। কাপ্তাই হ্রদের ১০৯ ফুট এমএসএল পানি ধারণ ক্ষমতা রয়েছে।

বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের বলেন, ১ ও ২ নম্বর ইউনিট থেকে ৪২ করে ৮৪ মেগাওয়াট এবং ৪ ও ৫ নম্বর ইউনিট থেকে ৪০ করে ৮০ মেগাওয়াটসহ মোট ১৬৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। যা চলতি বছর পানি বিদ্যুৎ কেন্দ্রের সর্বাধিক উৎপাদন।

কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৩০ মেগাওয়াট।

People are also reading