হোম পিছনে ফিরে যান

পশুর নদীতে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ এক শ্রমিক

desh.tv 2024/4/28
পশুর নদীতে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ এক শ্রমিক। সাম্প্রতিক ছবি
পশুর নদীতে ট্রলারডুবিতে এখনো নিখোঁজ এক শ্রমিক। সাম্প্রতিক ছবি

বাগেরহাটে মোংলার পশুর নদীতে ইটবোঝাই একটি ট্রলারডুবির একদিন পার হলেও নিখোঁজ শ্রমিক মোকছেদ হাওলাদারের সন্ধান মেলেনি।

বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলেও উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে মোংলা ইপিজেড ও খুলনা ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট। নিখোঁজ শ্রমিকের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে, বুধবার (২৭ মার্চ) গভীররাতে মোংলার বিদ্যারবাহন এলাকার পশুর নদীর মাঝে হঠাৎ ঝড়ে এই ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠলেও মোকছেদ হাওলাদার (৪০) নামের এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ মোকছেদ হাওলাদার থুলনা জেলার রুপসা উপজেলার রহিমনগর এলাকার মফিজ উদ্দিন হাওলাদেরের ছেলে।

মোংলা ইপিজেডের ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন অফিসার মো. আরভেজ আলী বলেন, খুলনা থেকে পশুর নদী পার হয়ে মংলায় যাচ্ছিল ইটবোঝাই ওই ট্রলারটি। মাঝ নদীতে হঠাৎ প্রচণ্ড ঝড়ে ওই ট্রলারটি ডুবে যায়। ট্রলারে চারজনের মধ্যে ৩ জন সাঁতরে তীরে উঠলেও একজন নিখোঁজ রয়েছেন।

এও

 
People are also reading