হোম পিছনে ফিরে যান

চট্টগ্রামে ক্রিকেটারদের ‘ক্লোজড ডোর’ অনুশীলন

banglatribune.com 2024/5/5

আগামী মাসের শুরুতেই জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এই সিরিজের আগে চট্টগ্রামে তিন দিনের প্রস্তুতি ক্যাম্প করবে স্বাগতিকরা। যেহেতু প্রথম তিনটি ম্যাচ চট্টগ্রামে, এই কারণে ওখানেই ক্যাম্প পরিচালনা করার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। তিন দিনের এই ক্যাম্পটি হবে ‘ক্লোজড ডোর’। কোনও সাংবাদিক এই অনুশীলন কাভার করার সুযোগ পাবেন না। বিসিবি সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী শুক্রবার থেকে শুরু হবে এই ক্যাম্প। এর জন্য ১৭ জনের স্কোয়াড বেছে নিয়েছে জাতীয় নির্বাচক প্যানেল। জানা গেছে, ক্রিকেটারদের চাওয়াতেই ক্লোজড ডোরে অনুশীলনের ব্যবস্থা করেছে টিম ম্যানেজমেন্ট। তিন দিনের এই ক্যাম্প শেষে জিম্বাবুয়ে সিরিজের দল ঘোষণা করবেন নির্বাচকরা। 

যদিও এই ক্যাম্পের জন্য বসে নেই নির্বাচকরা। গত দুইদিন ধরে মিরপুরের ইনডোরে ক্রিকেটারদের অনুশীলন চলছে কোচ চন্ডিকা হাথুরুসিংহের তত্ত্বাববধানে। ইতোমধ্যে কোচিং স্টাফদের সবাই চলে  এসেছেন। বৃহস্পতিবার সুপার লিগের তৃতীয় রাউন্ডের ম্যাচ খেলেই ক্রিকেটাররা চট্টগ্রামের উদ্দেশে রওনা দেবেন। 

আসন্ন প্রস্তুতি ক্যাম্পে দীর্ঘদিন পর সুযোগ পেয়েছেন মোহাম্মাদ সাইফউদ্দিন, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও আফিফ হোসেন। অন্যদিকে প্রথমবার সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ খেলা শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই পাঁচ জনের কেউই ছিলেন না। তবে জাতীয় দলে তারা কেউ নতুন নন। তানজিদ হাসান বাদে প্রত্যেকেরই এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক হয়ে গেছে। 

প্রস্তুতি ক্যাম্পে ডাক পাওয়া ক্রিকেটাররা:

নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, পারভেজ হোসেন, তানভির ইসলাম, আফিফ হোসেন, হাসান মাহমুদ, সাইফউদ্দিন ও সৌম্য সরকার।

People are also reading