হোম পিছনে ফিরে যান

পরপর দুবার কমলো এলপিজির দাম

banglatribune.com 2024/5/17

পরপর দুই মাসে কমলো এলপিজির দাম। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের সর্বশেষ দাম ছিল ১ হাজার ৪৪২ টাকা। ৪৯ টাকা কমিয়ে এখন ১ হাজার ৩৯৩ টাকা দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইভাবে কমেছে অটোগ্যাসের দামও। নতুন এ দাম আজ বৃহস্পতিবার (২ মে ) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে৷

এর আগে এপ্রিল মাসেও ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৮২ টাকা থেকে ৪০ টাকা কমিয়ে ১ হাজার ৪৪২ টাকা নির্ধারণ করা হয়েছিল। 

বৃহস্পতিবার নতুন দাম ঘোষণা করেন বিইআরসি চেয়ারম্যান নুরুল আমিন। এ সময় উপস্থিত ছিলেন বিইআরসির সদস্য ড. মুহাম্মদ ইয়ামিন চৌধুরী, আবুল খায়ের মো. আমিনুর রহমান, ড. মো. হেলাল উদ্দিন।

সংবাদ সম্মেনে বলা হয়, মে মাসের জন্য সৌদি আরামকো কর্তৃক প্রোপেন এবং বিউটেন-এর ঘোষিত সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) যথাক্রমে প্রতি মেট্রিক টন ৫৮০.৬০ মার্কিন ডলার এবং ৫৮৫ মার্কিন ডলার অনুযায়ী, সৌদি সিপি মেট্রিক টন ৫৮৩.২৫ মার্কিন ডলার এবং প্রতি মার্কিন ডলারের গড় বিনিময় মূল্য ১১৯.২১ টাকা বিবেচনায় মে মাসের জন্য দেশে বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের এই দাম সমন্বয় করা হয়েছে।

শুধু ১২ কেজি নয় ৫ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫ কেজি, ১৬ কেজি, ১৮ কেজি, ২০ কেজি, ২২ কেজি, ২৫ কেজি, ৩০ কেজি, ৩৩ কেজি, ৩৫ কেজি এবং ৪৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে।

এদিকে মে মাসের জন্য বাসাবাড়িতে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ১১২ টাকা ২৫ পয়সা, যা এপ্রিল মাসে ছিল ১১৬ টাকা ৩৬ পয়সা। অপরদিকে  প্রতি লিটার অটোগ্যাসের দাম ধরা হয়েছে ৬৩ টাকা ৯২ পয়সা, যা এপ্রিলে ছিল ৬৬ টাকা ২১ পয়সা।

এর আগে মার্চ মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৭৪ টাকা থেকে ৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৮২ টাকা নির্ধারণ করা হয়েছিল। আর ফেব্রুয়ারিতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪১ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়।

People are also reading