হোম পিছনে ফিরে যান

মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে বালু ব্যবসায়ীর মৃত্যু

banglanews24.com 2024/10/6

মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে গোসল করতে গিয়ে প্রাণ হারালেন শাহিন আলম (৩৫) নামে এক বালু ব্যবসায়ী। বিদ্যুৎচালিত মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

মৃত শাহিন আলম বাঁশবাড়ীয়া গ্রামের বাজারপাড়া এলাকার রেজাউল হকের ছেলে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যার দিকে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রের বরাত দিয়ে গাংনী পৌর সভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আলমগীর হোসেন জানান, শাহিন সারাদিনের কাজ সেরে নিজ বাড়িতে গোসল করার জন্য বিদ্যুৎচালিত মোটরে পানি নিতে যান। তিনি মোটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক আতিকুজ্জামান মৃত ঘোষণা করেন।

চিকিৎসক আতিকুজ্জামান জানান, হাসপাতালে আসার আগেই শাহিন আলমের মৃতু হয়েছে।

স্থানীয়রা জানান, বিদ্যুৎচালিত মোটরের তারে ত্রুটির কারণে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে তিনি মারা গেছেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

People are also reading