হোম পিছনে ফিরে যান

টি-টোয়েন্টির পাওয়ার প্লেতে ১২৫ রান করে হায়দরাবাদের বিশ্ব রেকর্ড!

banglatribune.com 2024/5/4

আইপিএলের চলতি আসরে সানরাইজার্স হায়দরাবাদ চার-ছক্কার বন্যা বইয়ে দিচ্ছে, হচ্ছে রানের পাহাড়। শনিবার তো বিশ্ব রেকর্ড গড়ে ফেললো তারা। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাটিংয়ে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ১২৫ রান করেছে তারা, যা টি-টোয়েন্টিতে এই প্রথম।

প্রথম ওভার থেকেই শুরু হয়েছে ব্যাটিং ঝড়। ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মার ওপেনিং জুটিতে ২.৪ ওভারেই দলীয় ফিফটি হয়ে যায়। তৃতীয় ওভারে মাত্র ১৬ বলে ছয় মেরে ফিফটি করেন হেড। হায়দরাবাদের হয়ে আইপিএলে দ্রুততম হাফ সেঞ্চুরির রেকর্ড ছোঁন অভিষেক শর্মার সামনে, যিনি মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে এই আসরেই রেকর্ডটি গড়েছিলেন।

৫ ওভার শেষে স্কোর একশ ছোঁয় হায়দরাবাদ, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে দ্রুততম। পাওয়ার প্লে শেষে তাদের রান ১২৫! এই কীর্তিতে হেডের অবদান ২৬ বলে ৮৪ রান, আর অভিষেক করেন ১০ বলে ৪০ রান।

People are also reading