হোম পিছনে ফিরে যান

ইসরাইলের হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত

boishakhionline.com 4 দিন আগে

প্রকাশিত: ০৩-০৭-২০২৪ ১২:১৩

আপডেট: ০৩-০৭-২০২৪ ১২:১৩

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলায় আরও ১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ৯ জন একই পরিবারের সদস্য। এ নিয়ে ইসরাইলের হামলায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৩৭ হাজার ৯২৫ জনে। 

এদিকে এখনও গাজার খান ইউনিস শহর ছাড়ছে মানুষ। ফিলিস্তিনিদের সরে যাওয়ার নির্দেশ দেওয়ার পরপরই প্রাণ ভয়ে পালাচ্ছে তারা। 

জাতিসংঘ অনুমান করেছে আড়াই লাখের মতো ফিলিস্তিনি ইসরাইলের সামরিক আদেশ দ্বারা প্রভাবিত হয়েছে। এরই মধ্যে আড়াই লাখ মানুষ খান ইউনিস ছেড়ে চলে গেছে বলে জানা গেছে। গাজায় মোট বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ১৯ লাখ পৌঁছেছে। 

এদিকে, যুদ্ধের রসদ কমে যাওয়ায় গাজায় যুদ্ধবিরতি চাইছেন ইসরাইলের সেনাবাহিনীর শীর্ষ কয়েজন কর্মকর্তা। মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস এর বরাতে তারা বলছেন, এই মুহুর্তে হামাসের সাথে যুদ্ধবিরতি প্রয়োজন যাতে লেবাননের হিজবুল্লাহর সাথে সম্ভাব্য যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুত হতে পারেন। তবে হামাস শক্তিশালী হয়ে ওঠায় সেনা কর্মকর্তাদের এই মতামত গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।

People are also reading