হোম পিছনে ফিরে যান

১০১ বছরের নারী যাত্রীকে ফ্লাইটে স্বাগত জানালো এমিরেটস

arthosuchak.com 2024/10/5

দুবাই থেকে আলজিয়ার্সগামী ফ্লাইটে ১০১ বছর বয়সী এক ভ্রমণপ্রিয় নারী যাত্রী রাচিদা স্মাতিকে স্বাগত জানিয়েছে এমিরেটস। শতবর্ষী এই নারীর ভ্রমণকে যথাসম্ভব নির্বিঘ্ন ও আরামপ্রদ করার লক্ষ্যে এমিরেটস প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করেছে।

প্রথম শ্রেণীতে আপগ্রেড এবং প্রথম শ্রেণী লাউঞ্জে আতিথেয়তা প্রদান করা হয় এয়ারলাইনের পক্ষ থেকে। একদল এমিরেটস ক্র রাচিদাকে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানায় এবং তার বিমানবন্দর আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

আলেজেরিয়ার নাগরিক রাচিতার জন্য এটি ছিল তৃতীয়বারের মতো দুবাই সফর। দুবাইয়ে বসবাসকারী তার পরিবারের সদস্য ও বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটাতে তিনি এখানে এসেছিলেন। শহরটি রাচিদার কাছে তার প্রিয় গন্তব্যগুলোর মধ্যে একটি। এখানকার উচ্চমানের মেডিক্যাল সেবা ও বিভিন্ন আকর্ষণ তাকে মুগ্ধ করেছে। তার মতে, দুবাই ভ্রমণ করাটা যথেষ্ট সহজ, কারন সারাবিশ্বের সঙ্গে শহরটির ভালো যোগাযোগ রয়েছে। তিনি তার প্রিয় এমিরেটস এয়ারলাইনে আবারো দুবাই ভিজিটের প্রত্যাশা ব্যাক্ত করেন।

এমিরেটসের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করে রাচিদা বলেন, “এমিরেটস ফ্লাইটে দুবাইয়ে আসার সময় আমার দারুণ অভিজ্ঞতা হয়েছে। কেবিন ক্রুরা যথেষ্ট আন্তরিক এবং সর্বদা সহায়তার মনোভাব নিয়ে সেবা দিয়ে থাকেন। এবার এয়ারলাইনটির প্রথম শ্রেণীতে ভ্রমণের অসাধারণ এক অভিজ্ঞতা পাবো বলে আশা করছি”।

১৯২৩ সালে আলজেরিয়ায় জন্মগ্রহণকারী রাচিতা প্রথমবার বিমানে প্যারিস ভ্রমণ করেন। তখন তার বয়স ছিল ২১ বছর। এরপর, তিনি নিয়মিতভাবে বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। এমিরেটসের অতুলনীয় ইনফ্লাইট সেবা এবং সর্বক্ষেত্রে গ্রাহকদের আরামপ্রদতা প্রদানে বিশেষ মনোযোগের বিষয়গুলো তিনি উপভোগ করেন।

অর্থসূচক/ এইচএআই

People are also reading