হোম পিছনে ফিরে যান

মতলবে বিনা ভোটে জয়ী হচ্ছেন দুই ভাইস চেয়ারম্যান প্রার্থী

chandpurtimes.com 2024/5/13
ভোটে

চাঁদপুরের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরী ও মতলব দক্ষিণ পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ান।

মঙ্গলবার (২৩ এপ্রিল) একক প্রার্থী হিসেবে তাদের বিজয়ী ঘোষনা করে গণ বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানিয়েছেন রিটানিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের তথ্য অনুযায়ী, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

মতলব উত্তর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস,গাজী মুক্তার হোসেন ও মোঃ মানিক দর্জি। ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন রিয়াজুল হাসান,আসাদুজ্জামান ও সামিন হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী লাভলী চৌধুরী। বাছাইয়ে তাদের সবার প্রার্থিতা বৈধ হয়। সোমবার (২২ এপ্রিল) ছিল প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ভাইস চেয়ারম্যান পদে সামিন হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে এখন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ২ জন। মহিলা ভাইস চেয়ারম্যান লাভলী চৌধুরীর কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন।

মতলব দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন,ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন মনোনয়ন দাখিল করে। চেয়ারম্যান পদে প্রার্থী হলেন,বিএইচএম কবির আহমেদ,অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, সৈয়দ মনজুর হোসেন ও আব্দুর রশিদ পাটোয়ারী।

ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলেন শওকত আলী দেওয়ান, শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী।মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী, নাজমা আক্তার আসমা, শাহিনুর বেগম

ও ফাতেমা বেগম। বাছাইয়ে তাদের সবার প্রার্থতা বৈধ হয়। প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে ৩ জন,ভাইস চেয়ারম্যান পদে ১ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন।

চেয়ারম্যান পদে আব্দুর রশিদ পাটোয়ারী,ভাইস চেয়ারম্যান পদে শাহ আলম খান ও মোঃ আসলাম মিয়াজী, মহিলা চেয়ারম্যান পদে ফাতেমা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। ভাইস চেয়ারম্যান শওকত আলী দেওয়ানের কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি নির্বাচিত হবেন।

২৩ এপ্রিল প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ হবে। উপজেলায় ভোট গ্রহণ হবে ৮ মে।

নিজস্ব প্রতিবেদক, ২৫ এপ্রিল ২০২৪

People are also reading