হোম পিছনে ফিরে যান

এসবিএসি ব্যাংকের ঋণমান প্রকাশ

arthosuchak.com 2024/9/29

পুঁজিবাজারে তালিকাভুক্ত এসবিএসি ব্যাংক পিএলসি সর্বশেষ ঋণমান প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (ক্রিসল) ব্যাংকটির ঋণমান নিরুপণ (Credit Rating) করেছে। গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ, ২০২৪ তারিখে সমাপ্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও সংশ্লিষ্ট অন্যান্য তথ্যের ভিত্তিতে ‌এই মান নিরুপণ করা হয়েছে।

এসবিএসি ব্যাংক সূত্র এই তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, স্বল্প মেয়াদে এসবিএসি ব্যাংকের ঋণমান এসটি-২। আর দীর্ঘ মেয়াদে ঋণমান হচ্ছে-এ+। ব্যাংকটির ঋণমান ও আর্থিক স্বাস্থ্য সম্পর্কে প্রতিষ্ঠানটির পূর্বাভাস হচ্ছে-স্থিতিশীল।

আগামী বছরের (২০২৫) ৩০ জুন পর্যন্ত এই ঋণমান বহাল থাকবে।

উল্লেখ, এসবিএসি ব্যাংক পিএলসি ২০২১ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। ব্যাংকটির পরিশোধিত মূলধন ৮২৪ কোটি ১৯ লাখ টাকা। ব্যাংকটির মোট শেয়ারের ৭৭ দশমিক ৬৪ শতাংশ উদ্যোক্তা-শেয়ারহোল্ডার ও পরিচালকদের হাতে; প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে আছে ৭ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। অন্যদিকে সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ১৪ দশমিক ৫২ শতাংশ শেয়ার।

People are also reading