হোম পিছনে ফিরে যান

রাখাইনে বিমানবন্দর দখলে নিয়েছে আরাকান আর্মি

boishakhionline.com 2024/9/29

প্রকাশিত: ২৫-০৬-২০২৪ ১৬:৩৬

আপডেট: ২৫-০৬-২০২৪ ১৬:৩৬

আন্তর্জাতিক  ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যের থান্ডওয়ে বিমানবন্দর দখলে নিয়েছে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। সামরিক বাহিনীর সাথে সাত মাস আগে লড়াই শুরু হওয়ার পর এবারই প্রথম কোন বিমানবন্দর দখল করল বিদ্রোহীরা। পাশাপাশি রাখাইন রাজ্যের আরও একটি সামরিক ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি। বিদ্রোহী গোষ্ঠীটির দাবি, তাংআপ শহরের লড়াইয়ে দুই ক্যাপ্টেনসহ ৭০ সেনা সদস্য নিহত হয়েছে। 

মিয়ানমারে সাত মাসেরও বেশি সময় ধরে সামরিক বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের তীব্র লড়াই চলছে। এতদিনের লড়াইয়ে এবারই প্রথম কোনও বিমানবন্দর দখলে নিলো বিদ্রোহীরা। এছাড়াও, দেশটির বেশিরভাগ অঞ্চল ও সামরিক ঘাঁটি এখন বিদ্রোহীদের দখলে। 

সংবাদমাধ্যম দ্য ইরাবতি জানিয়েছে, রাখাইন রাজ্যের থান্ডওয়ে বিমানবন্দর দখলে নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। রাখাইনে মোট চারটি বিমানবন্দরের মধ্যে থান্ডওয়ে একটি। যদিও সামরিক সরকার সমর্থিত চ্যানেলগুলোতে থান্ডওয়ে বিমানবন্দর দখল হয়ে যাওয়ার বিষয়টি অস্বীকার করা হয়েছে। বিমানবন্দর থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে পাহাড়ের কাছে সংঘর্ষ হয়েছে বলে জানিয়েছে তারা।

এদিকে, আরও একটি সামরিক ঘাঁটি দখল করেছে আরাকান আর্মি। প্রায় তিন মাস লড়াইয়ের পর রাখাইন রাজ্যের অ্যান শহরের সামরিক ঘাঁটিটি দখল করেছে তারা। ওই ঘাঁটি থেকে প্রায় দুইশো সেনার মরদেহ উদ্ধারের দাবি করেছে বিদ্রোহী গোষ্ঠীটি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, বিদ্রোহীদের দখলের পর সামরিক ঘাঁটিটির আশপাশে প্রায় ৩০টি বিমান হামলা চালিয়েছে সেনা বাহিনী। 

অন্যদিকে, রাখাইন রাজ্যের তাংআপ শহরে গত ৫ দিন ধরে সামরিক বাহিনীর সঙ্গে আরাকান আর্মির তুমুল লড়াই চলছে। এ লড়াইয়ে দুই ক্যাপ্টেনসহ ৭০ সেনা নিহত হওয়ার দাবি করেছে বিদোহী গোষ্ঠীটি। অঞ্চলটিতে আরাকান আর্মির যোদ্ধারা সফলভাবে কৌশলগত অবস্থান ধরে রেখেছে। এভাবে যুদ্ধ চলতে থাকলে তাংআপ শহরটি সেনা সরকারের হাত ছাড়া হতে পারে বলে ধারণা দেশটির সংবাদমাধ্যমগুলোর। 

People are also reading