হোম পিছনে ফিরে যান

কলকাতায় ছিনতাই হওয়া মোবাইল উদ্ধার হলো ঢাকায়

gramerkagoj.com 4 দিন আগে

প্রকাশ : সোমবার, ১ জুলাই , ২০২৪, ০২:২৫:০০ পিএম

ভারতের কলকাতায় ছিনতাই হওয়া আইফোন ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। শাহাজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেবদাস মোবাইলটি উদ্ধারে কাজ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির সহায়তায় অবশেষে উদ্ধার হয়েছে ফোনটি।
এর আগে ধানমন্ডির ৮ নম্বর রোডে দিনাজপুরের ডেপুটি জেলর ফেরদৌস মিয়ার মোবাইল ফোন ভারতের গুজরাট রাজ্য থেকে উদ্ধার করা হয়েছিল।
গত বছরের ২৬ জুলাই ভারতের কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া একটি মোবাইল ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। আইফোন ১৩ মডেলের ফোনটির মালিক কলকাতার মৌটুসী গাঙ্গুলি। মোবাইলটি হারানোর পর কলকাতা পুলিশের দক্ষিণ পূর্ব বিভাগের অন্তর্গত বেনিয়াপুকুর থানায় মৌটুসী গাঙ্গুলির হয়ে একটি জিডি করেছিলেন তার মেয়ে অগ্নিতা গাঙ্গুলী। পরবর্তীতে জিডি’র বাদী ভারতে বসেই আইফোনের বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন, তার মোবাইলের বর্তমান লোকেশন বাংলাদেশ। সেই সময় তিনি হন্যে হয়ে খোঁজ করতে থাকেন কীভাবে তার মায়ের মোবাইলটি উদ্ধার করা যায়।
ইন্টারনেট ঘাঁটাঘাঁটি করে ফোনটি উদ্ধারের বিভিন্ন চেষ্টার মধ্যেই তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানায় কর্মরত এসআই মিলটন কুমার দেবদাস হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে দক্ষ এবং তার কর্মদক্ষতায় এ পর্যন্ত অগণিত হারানো মোবাইল তিনি উদ্ধার করেছেন।
তখন তিনি কলকাতা পুলিশের পরামর্শে কলকাতায় অবস্থিত বাংলাদেশ হাইকমিশন-এ তার জিডির একটি কপি জমা দেন। পরবর্তীতে তিনি ইন্টারনেটের মাধ্যমে শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেবদাসের মোবাইল নম্বর সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ’র মাধ্যমে তাকে বাংলাদেশ হাইকমিশন কর্তৃক বুঝে পাওয়া জিডির একটি সফট কপি প্রেরণ করেন। তিনি এসআই মিলটনকে বিস্তারিত জানিয়ে মোবাইলটি উদ্ধার করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।
২০২৩ সালের জুলাই মাস থেকে অগ্নিতা গাঙ্গুলী প্রতিনিয়ত এসআই মিলটন কুমারের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন তার মায়ের মোবাইলটি ফিরে পাওয়ার আশায়। এসআই মিলটন কুমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে তাদের পরামর্শে হারিয়ে যাওয়া আইফোন ১৩ মোবাইল ফোনটি উদ্ধারের চেষ্টা করতে থাকেন। এভাবে অতিবাহিত হয় এক বছর। অগ্নিতা গাঙ্গুলীর তার মায়ের হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন।
কিন্তু ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহাজাহানপুর থানার এসআই মিলটন ধারাবাহিকভাবে সুদূর কলকাতা থেকে হারানো মোবাইলটি উদ্ধারে কাজ করে যাচ্ছিলেন। এক পর্যায়ে প্রযুক্তির সহায়তায় সন্ধান মেলে কাঙ্খিত সেই মোবাইল ফোনের। অবশেষে ৩০ জুন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করা হয় ভারত থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন।
প্রতিবেশী দেশ ভারত থেকে হারিয়ে যাওয়া আইফোন ১৩ মোবাইল ফোনটি কীভাবে বাংলাদেশে এলো সেই সংক্রান্ত তদন্ত অব্যাহত আছে।

People are also reading