হোম পিছনে ফিরে যান

আশ্রয়ণের ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

jagonews24.com 3 দিন আগে
আশ্রয়ণের ঘরে ঝুলছিল যুবকের মরদেহ

গাইবান্ধার সাদুল্লাপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর থেকে ছামিউল ইসলাম (২০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুলাই) দুপুরের দিকে উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার (গুচ্ছগ্রাম) থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছামিউল ইসলাম বনগ্রাম ইউনিয়নের জয়েনপুর গ্রামের মৃত জহিদুল ইসলাম বিস্কুটের ছেলে। তিনি দক্ষিণ মন্দুয়ারের সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, আশ্রয়ণের ঘরে থেকে রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতেন ছামিউল। তিনি অবিবাহিত ছিলেন। সকালে কুশি বেগম নামের এক নারী ছামিউলকে হালখাতা অনুষ্ঠানের খিচুড়ি দিতে যায়। তবে অনেক ডাকাডাকির পরও সাড়া দেননি। পরে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের মেম্বার জুয়েল মিয়া বলেন, ছামিউল ইসলাম নামের এক যুবকের মৃত্যুর ঘটনা শুনেছি। এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

এএইচ শামীম/এসআর/এমএস

People are also reading