হোম পিছনে ফিরে যান

ভারত যেতে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দেয় শাহীন

channelionline.com 2024/10/6

সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। মূলপরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনই ভারতে যেতে তাদের পাসপোর্ট তৈরি করে দিয়েছে।

ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ জানান, গতকাল (১ জুন) সোমবার আক্তারুজ্জামান শাহীনের বসুন্ধরা আবাসিক এলাকার ফ্ল্যাট থেকে ফয়সাল ও মুস্তাফিজের দুটি পাসপোর্ট জব্দ করেন গোয়েন্দারা। হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহীনই ভারতে যেতে ফয়সাল ও মুস্তাফিজের পাসপোর্ট তৈরি করে দিয়েছে।

ঝিনাইদহের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে অন্যতম আসামী ফয়সাল শাহজি ও মুস্তাফিজ রহমানকে সীতাকুন্ডের দুর্গম পাহাড়ি এলাকার পাতালকালী মন্দির থেকে গ্রেপ্তারের পর তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবি। তারা জানিয়েছে, এমপি আনারকে খুন করতে ভারতে যেতে শাহীনই তাদের ভাড়া করেছিলো।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, এমপি আনারকে খুন করে দেশে ফিরে হত্যাকাণ্ডের মূলপরিকল্পনাকারী পলাতক আক্তারুজ্জামান শাহীনের সাথে দেখাও করে ফয়সাল ও মুস্তাফিজ। পরে ত্রিশ হাজার টাকা নিয়ে তারা গ্রেপ্তার এড়াতে ফেরারি জীবন শুরু করে।

People are also reading