হোম পিছনে ফিরে যান

একসঙ্গে নাথিংয়ের ২ ইয়ারবাড এলো বাজারে

jagonews24.com 2024/5/6
একসঙ্গে নাথিংয়ের ২ ইয়ারবাড এলো বাজারে

বিশ্বের অন্যতম জনপ্রিয় স্মার্ট গ্যাজেট নির্মাতা সংস্থা নাথিং। বিশেষ করে সংস্থার ইয়ারবাড খুবই জনপ্রিয়। এবার একসঙ্গে দুটি ইয়ারবাড নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ বাজারে আনলো সংস্থাটি। নাথিংয়ের দাবি ইয়ারবাড দুটি এক চার্জে ৪০ ঘণ্টার বেশি চলবে।

দুই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। এছাড়াও এই দুই ইয়ারবাডসে ব্লুটুথ কানেক্টিভিটির সাপোর্ট রয়েছে। এছাড়াও থাকছে ইন-ইয়ার ডিটেকশন ফিচার এবং ডুয়াল কানেক্টিভিটির সাপোর্ট।

দুটো ইয়ারবাডসেই রয়েছে ১১ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স। এছাড়াও এই দুই ইয়ারবাডসে ৪৫ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও রয়েছে একটি ট্রান্সপারেন্সি মোড।

আরও পড়ুন

মাল্টি পয়েন্ট কানেক্টিভিটি রয়েছে নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ-এই দুই ইয়ারবাডসে। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসে সংযুক্ত হতে পারবে এই দুই ইয়ারয়াবডস। নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ-এই দুই ইয়ারবাডসেই রয়েছে গুগল ফাস্ট পেয়ার এবং মাইক্রোসফট সুইফট পেয়ারের সাপোর্ট। এছাড়াও রয়েছে ইন-ইয়ার ডিটেকশন ফিচারের সাপোর্ট।

নাথিং ইয়ার এবং নাথিং ইয়ার এ-এই দুই ইয়ারবাডসে রয়েছে ৪৬ এমএএইচ ব্যাটারি (প্রতিটিতে)। আর চার্জিং কেসে রয়েছে ৫০০ এমএএইচ ব্যাটারি। ইউএসবি টাইপ-সি পোর্ট রয়েছে চার্জিং কেসগুলোতে।

নাথিং সংস্থার এই দুই ইয়ারবাডস এবং তাদের চার্জিং কেসে রয়েছে নাথিং ব্র্যান্ডের বিশেষ স্বচ্ছ ডিজাইন। নাথিং ইয়ার- এই ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৪০.৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে। অন্যদিকে নাথিং ইয়ার এ মডেলের ক্ষেত্রে ৪২.৫ ঘণ্টা পর্যন্ত টোটাল প্লেব্যাক টাইম পাওয়া যাবে।

আরও পড়ুন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে/জেআইএম

People are also reading