হোম পিছনে ফিরে যান

সার্বিয়ায় ইসরায়েলি দূতাবাসের সামনে হামলা, নিহত ১

channelionline.com 2024/7/8

সার্বিয়ার রাজধানীতে ইসরায়েলি দূতাবাসের সামনে ধনুক থেকে ছোঁড়া তীরের আঘাতে এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যদের গুলিতে হামলাকারী নিহত হয়েছেন।

বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শনিবার ২৯ জুন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আইভিকা ড্যাসিক এ ঘটনাকে সার্বিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন।

সার্বিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেই পুলিশ সদস্যের ঘাড়ে তীর লাগলে তিনি গুরুতর আহত হন। তবে হামলাকারীর পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

সার্বিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, সার্বিয়ার কর্তৃপক্ষ বলছে এটি সার্বিয়ার বিরুদ্ধে চালানো একটি সন্ত্রাসী হামলা। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সার্বিয়ার সম্প্রচারমাধ্যম বি৯২ দাচিককে উদ্ধৃত করে জানিয়েছে, স্থানীয় সময় সকাল প্রায় ১১টার দিকে হামলাকারী ইসরায়েলি দূতাবাসের সামনের ছোট একটি ভবনের দিকে এগিয়ে যান, তিনি একটি জাদুঘর খোঁজার ভান করছিলেন। এরপর তিনি ওই ছোট ভবনটির দরজা খোলেন, একটি ক্রসবো বের করেন এবং ভবনটির সামনে থাকা ওই পুলিশ কর্মকর্তাকে লক্ষ্য করে তীর ছোড়েন। ওই কর্মকর্তা পাল্টা গুলি করার আধ ঘণ্টা পর গুলিবিদ্ধ হামলাকারীর মৃত্যু হয়।

গত বছরের অক্টোবরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের ইসরায়েলে নজিরবিহীন হামলার পর বিশ্বজুড়ে ইসরায়েলি সব দূতাবাসে নিরাপত্তা জোরদার করা হয়। গত মাসে স্টকহোমে ইসরাইলের দূতাবাসের কাছে গুলির শব্দ শোনা যায়।

People are also reading