হোম পিছনে ফিরে যান

সড়কে প্রাণ গেলো মা-মেয়ের

banglatribune.com 3 দিন আগে

নাটোরের লালপুর উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মা ও মেয়ে নিহত এবং আহত হয়েছেন আরও পাঁচ জন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, বৃহস্পতিবার দুপুরে এসব দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– উপজেলার উধনপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়া ও একই এলাকার বাসিন্দা রুবিনা খাতুন (৩০) এবং তার মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়া (৪)।

আহতরা হলেন– রুবিনার স্বামী মাহাবুব আলম বিজন এবং ভ্যানচালক স্থানীয় পাইকপাড়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে সাজু (৩২); বাঘা উপজেলার আলাইপুর গ্রামের হাসেম (৬৫), তার ছেলে ছেলে ইউসুফ (৩৫) এবং কাসেমের ছেলে সজীব (২২)।

জানা গেছে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রোগী নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিল একটি মাইক্রোবাস। দুপুর ১টার দিকে দুড়দুড়িয়া ইউনিয়নের বেরিলাবাড়ি জামতলা তিনখুঁটি এলাকায় মাইক্রোবাসটি পেছন থেকে একটি অটোভ্যানকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিন জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এদিকে, একই এলাকায় দুপুর দেড়টার দিকে চার্জারভ্যানে মাহাবুব আলম বিজন, তার স্ত্রী রুবিনা খাতুন ও তাদের মেয়ে রোকেয়া খাতুন রোকাইয়ার চিকিৎসা করে রাজশাহীর বাঘা এলাকার বাড়িতে ফিরছিলেন। সে সময় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে চার্জারভ্যানকে সামনে থেকে চাপা দেয়। ভ্যান থেকে ছিটকে পড়ে মা ও মেয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত বিজন ও ভ্যানচালক সাজুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

লালপুর থানার ওসি বলেন, ‘ড্রাইভার পালিয়ে গেলেও ঘাতক মাইক্রোবাসটি লালপুর থানা পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।’

People are also reading