হোম পিছনে ফিরে যান

দলীয় সিদ্ধান্ত অমান্য করে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়া ঢাকার কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাবেরা বেগমকে বহিষ্কার করেছে দলটি।

jaijaidinbd.com 2024/5/17
ছবি-সংগৃহিত

কেরানীগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন আসমা আক্তার (কলস) ও শান্তি আক্তার (সেলাই মেশিন)।

বুধবার (১ মে) বিকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সাবেরা বেগমের বহিষ্কার আদেশের বিষয়টি নিশ্চিত করা হয়।

শুভাকাঙ্ক্ষী ও জনগণের চাপে প্রার্থী হতে বাধ্য হয়েছি বলে জানান বহিস্কৃত কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সহ-সভাপতি সাবেরা বেগম। তিনি কেরানীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ফুটবল প্রতীকের নির্বাচন করছেন।

তিনি জানান, দল থেকে বহিষ্কার করলেও দল ছেড়ে যাবো না। দলের কর্মী কিংবা নেতা পরিচয় দিতে না পারলেও সমর্থক হিসেবে আজীবন দলের হয়ে কাজ করবো। আমি সবসময় জনগণের জন্য রাজনীতি করি।

জনগণ চেয়েছে বলেই আমি উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। দলের আদেশ আমি মেনে নিয়েছি। কিন্তু আমি বিএনপিকে যেভাবে ভালোবাসতাম সেভাবেই ভালোবেসে যাবো। আমি সকল ভেদাভেদ ভুলে জনগণের পাশে থাকতে চাই।

যাযাদি/ এম

People are also reading