হোম পিছনে ফিরে যান

তিন কারণে দেশি আমের এবার বেশি দাম

prothomalo.com 2024/6/27

সরকারি হিসাবে দাম প্রায় দ্বিগুণ

কৃষি বিপণন অধিদপ্তরের হিসাবে, গত বছর জুনে পাইকারিতে প্রতি কেজি হিমসাগর আমের দাম ছিল ৪১ টাকা। এ বছর তা ৭৯ টাকা ৩২ পয়সা।

আর কারওয়ান বাজারের আড়তে হিমসাগরের প্রতি কেজির দাম ৭০ থেকে ১২০ টাকা। কারওয়ান বাজারের একাধিক আড়তে খোঁজ নিয়ে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জের হিমসাগরের দামই সবচেয়ে বেশি, ১২০ টাকা।

কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য বলছে, গত বছর জুনে পাইকারি বাজারে প্রতি কেজি ল্যাংড়ার দাম ছিল প্রায় ৩৯ টাকা। এবার তা ৮০ টাকা ৮৬ পয়সা। আর কারওয়ান বাজারে দিনাজপুরের সাধারণ মানের প্রতি কেজি ল্যাংড়া ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ভালো মানের ল্যাংড়ার দাম ৮০ থেকে ৯০ টাকা।

এ ছাড়া গত বছরের ৪৩ টাকা কেজির আম্রপালি এবার পাইকারিতে বিক্রি হচ্ছে সর্বোচ্চ ৭২ টাকা ৫৮ পয়সায়। বাজারে নানা ধরনের আম্রপালি আছে। পাইকারিতে ৬০ টাকার নিচে এ আম পাওয়া যাচ্ছে না বলে জানান কারওয়ান বাজার আদর্শ ফল ব্যবসায়ী মালিক সমিতির সাবেক সভাপতি মো. মাহবুবুল আলম। 

পাইকারি বাজারে দাম বেশি হওয়ায় খুচরায়ও দাম চড়া। খুচরায় এবার কোনো আমের কেজি ১০০ টাকার কমে বিক্রি হচ্ছে না বলে জানালেন কারওয়ান বাজারের ফল বিক্রেতা ফরহাদ হোসেন। তিনি এ বাজারে সাত বছর ধরে ফলের ব্যবসা করছেন। ফরহাদ বলেন, দাম বেশি হওয়ায় এবার বিক্রি কম।

People are also reading