হোম পিছনে ফিরে যান

ISRO Chief | ‘স্পেস স্টেশনে নিরাপদেই রয়েছেন’, আটকে পড়া সুনীতাকে নিয়ে বার্তা ইসরো প্রধানের

uttarbangasambad.com 2024/10/5

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মহাকাশে গিয়ে আটকে পড়েছেন সুনীতা উইলিয়ামস (Sunita Williams) ও তাঁর মহাকাশ সঙ্গী বুচ উইলমোর। মহাকাশযানে (Boeing Starliner) যান্ত্রিক ত্রুটির কারণে দফায় দফায় পিছিয়ে যাচ্ছে তাঁদের ফিরে আসার তারিখ। এই পরিস্থিতিতে তাঁরা ঠিক কবে পৃথিবীতে ফিরতে পারবেন তা নিয়ে নিশ্চিত নয় নাসা। সুনীতাদের পৃথিবীতে ফেরা নিয়ে উদ্বেগের মাঝেই এবার মুখ খুললেন ইসরো প্রধান এস সোমনাথ ((ISRO Chief S Somanath)।

এক সাক্ষাৎকারে ইসরো প্রধান বলেন, ‘সুনীতা উইলিয়ামসের ফিরে আসার দিন বদলাতে থাকায় উদ্বেগের কিছু নেই। আন্তর্জাতিক স্পেস স্টেশন অত্যন্ত নিরাপদ একটি জায়গা। সেখানে সুনীতার মতো আরও অন্তত ৯ মহাকাশচারী রয়েছেন, তাঁরা কেউই মহাকাশে হারিয়ে যাওয়ার পরিস্থিতিতে নেই। স্পেস স্টেশনেই আছেন।’ অর্থাৎ তাঁর কথায় স্পষ্ট যে, সুনীতা সহ বাকিরা যে পৃথিবীতে ফিরে আসবেন তাতে কোনও সন্দেহ নেই। তিনি আরও বলেন, ‘বোয়িং স্টারলাইনার নামক মহাকাশযানের পরীক্ষার জন্য এই মহাকাশ যাত্রা। যার উদ্দেশ্য ছিল মহাকাশে গিয়ে যাত্রীকে নিরাপদে মাটিতে ফেরানো। স্পেস এজেন্সির কাছে সুনীতাদের ফেরানোর সমস্ত ব্যবস্থা রয়েছে। ফলে ভয়ের কোনও কারণ নেই।’ পাশাপাশি সুনীতাদের সাহসের প্রশংসাও করেছেন ইসরো প্রধান। তাঁর কথায়, ‘সুনীতা উইলিয়ামসের সাহসিকতার জন্য ইসরো খুবই গর্বিত। সম্পূর্ণ নতুন একটি মহাকাশযানে প্রথম বার মহাকাশে পাড়ি দেওয়ার ঝুঁকি নেওয়া মুখের কথা নয়।’

People are also reading