হোম পিছনে ফিরে যান

‘পাকিস্তান আফগানিস্তানে হামলা চালিয়ে যাবে’

channelionline.com 3 দিন আগে

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ বলেছেন, সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন সামরিক অভিযানের অংশ হিসেবে পাকিস্তান আফগানিস্তানের বিরুদ্ধে হামলা চালিয়ে যাবে।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বছরের মার্চ মাসে প্রতিবেশি দেশটিতে একটি হামলার কথা স্বীকার করেছিলেন। আফগানিস্তানের তালেবান সরকার যদিও এই হামলাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন বলে বর্ণনা করেছে।

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, তাদের বিমান হামলাগুলো ছিল পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ও বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করতে চাইছে এমন সব গোষ্ঠীর বিরুদ্ধে। তিনি বলেন, এটা ঠিক যে আমরা আফগানিস্তানে অভিযান চালিয়ে যাচ্ছি এবং আমরা তা চালিয়ে যাব। আমরা অবশ্যই তাদের কেক পরিবেশন করব না। যদি আক্রমণ করা হয় তাহলে আমরা পাল্টা আক্রমণ করব।

তিনি বলেছেন, পাকিস্তান আসন্ন হামলার কথা তালেবানকে জানায় না। কেন আমরা তাদের বলব যে ‘প্রস্তুত হও, আমরা আসছি?’ খাজা আসিফের এমন মন্তব্যকে ‘দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছে তালেবান।

২০২১ সালে তালেবান দেশটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েছে।পাকিস্তানের অভিযোগ, তালেবান সন্ত্রাসী সংগঠন ‘পাকিস্তানি তালেবান বা টিটিপিকে’ আফগানিস্তানে আশ্রয় দিচ্ছে। খাজা আসিফ বলেছেন, আফগানিস্তান টিটিপির বিরুদ্ধে ব্যবস্থা নিতে অনিচ্ছুক। তাদের কাছে আমাদের অনুরোধ ছিল যে,  টিটিপি যেন পাকিস্তানে হামলা চালাতে আফগানিস্তানের মাটি ব্যবহার না করে।

প্রসঙ্গত, ২০২৪ সালের মার্চ মাসে উত্তর-পশ্চিম পাকিস্তানে একটি জলবিদ্যুৎ প্রকল্পে প্রকৌশলীদের একটি কনভয়ে আত্মঘাতী বোমা হামলায় পাঁচ চীনা প্রকৌশলী নিহত হন। পাকিস্তানের সামরিক বাহিনী অভিযোগ করেছিল, হামলাটি আফগানিস্তানে বসে পরিকল্পনা করা হয়েছে এবং হামলাকারীও একজন আফগান নাগরিক।

People are also reading