হোম পিছনে ফিরে যান

ঘোড়াঘাটে কাঁচা মরিচের দাম বৃদ্ধি

jaijaidinbd.com 2024/10/5
ছবি-যায়যায়দিন

কয়েক দিনের টানা বর্ষনে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার হাট বাজারে কাঁচা মরিচের দাম কেজি প্রতি ৫০থেকে ৬০ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহে এক কেজি কাঁচা মরিচের দাম ছিল ১৪০- ১৫০ টাকা। বর্তমানে সেই কাঁচা মরিচ ঘোড়াঘাট উপজেলার হাট বাজার গুলোতে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আজ শনিবার উপজেলার রানীগঞ্জ বাজারে কাঁচা মরিচ কিনতে ক্রেতা সাইফুল ইসলাম জানান, গত সপ্তাহে আমি ১ কেজি কাঁচা মরিচ ১৪০ টাকা দরে কিনে ছিলাম, আজ সেই কাঁচামরিচ ২০০ টাকা দরে কিনেছি।

কাঁচামাল ব্যবসায়ী তোজা মিয়া বলেন,গত কয়েক দিন ধরে বৃষ্টির কারনে আমদানি না থাকায় কাঁচা মরিচের দাম বেড়েছে। আমরা পাইকারী ভাবে বেশি দরে কিনতে হচ্ছে। তবে আবহাওয়া ভাল হলে পূর্বের ন্যায় ক্রেতা পর্যায়ে বিক্রি করতে পারবো।

যাযাদি/ এসএম

People are also reading