হোম পিছনে ফিরে যান

লভ্যাংশ না দেওয়ার খবরের পর বড় দরপতন ফার্স্ট ফাইন্যান্সের

sharebazarnews.com 6 দিন আগে

নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার্স্ট ফাইন্যান্স লিমিটেডের গত ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখে সমাপ্ত অর্থবছরের জন্য কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ফার্স্ট ফাইন্যান্স ।ডিএসইর ওয়েবসাইটের মাধ্যমে আজ এ তথ্য বিনিয়োগকারীদের জানিয়েছে কোম্পানিটি। এ খবরে আজ ডিএসইতে কোম্পানিটির শেয়ারের সর্বোচ্চ দরপতন হয়েছে।

এদিন কোম্পানিটির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩০ পয়সা বা ৮.১০ শতাংশ কমেছে। যার ফলে ডিএসইর দর পতনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে স্থান নিয়েছে কোম্পানিটির শেয়ার।

দর পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লিন্ডে বাংলাদেশের শেয়ার দর কমেছে আগের দিনের তুলনায় ৪২ টাকা ২০ পয়সা বা ২.৯৯ শতাংশ।

আর ৮ টাকা ৬০ পয়সা বা ২.৯৮ শতাংশ দর কমে যাওয়ায় পতনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে জায়গা নিয়েছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড।

এছাড়া, আজ ডিএসইতে দর পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- আলিফ ইন্ডাস্ট্রিজের ২.৯৭ শতাংশ, মনোস্পুল পেপারের ২.৯৭ শতাংশ, সোনালী আঁশের ২.৯৭ শতাংশ, বাংলাদেশের ইন্ডাস্ট্রায়াল ফাইন্যান্সের ২.৯৭ শতাংশ, খান ব্রাদার্সের ২.৯৫ শতাংশ, লিগ্যাসি ফুটওয়্যারের ২.৯৫ শতাংশ এবং জেমিনি সি ফুড পিএলসির ২.৯৫ শতাংশ দর কমেছে।

People are also reading