হোম পিছনে ফিরে যান

নির্বাচনে বড় ধরনের পরাজয়ের মুখে ম্যাক্রোঁর দল

protidinersangbad.com 2024/10/5

ছবি : সংগৃহীত

ফ্রান্সে পার্লামেন্টে নির্বাচনের প্রথম ধাপের ভোটগ্রহণ গতকাল রোববার (৩০ জুন) শেষ হয়েছে। এবারের ভোটে বিশাল ব্যবধানে এগিয়ে আছে কট্টর ডানপন্থী দল ন্যাশনাল র‌্যালি (আরএন)। ফলে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর জোট বড় ধরনের পরাজয় বরণ করতে চলেছে। ভোট পরবর্তী বুথফেরত জরিপে এমন তথ্যই জানানো হয়েছে। খবর আলজাজিরার।

ইপসোসসহ চারটি সংস্থার বুথফেরত জরিপে বলা হয়েছে, প্রথম দফার নির্বাচনে মেরিন লে পেনের দল ন্যাশনাল র‌্যালি প্রায় ৩৪ শতাংশ ভোট পাবে। অন্যদিকে বামপন্থী নিউ পপুলার ফ্রন্ট জোট প্রায় ২৯ শতাংশ এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল অ্যালায়েন্স সর্বনিম্ন ২০ শতাংশ ভোট পাবে।

ন্যাশনাল র‌্যালি অভিবাসনবিরোধী ও ইউরোপীয় ইউনিয়নের সমালোচনাকারী হিসেবে বেশ পরিচিত। দলটির নেতৃত্ব দিচ্ছেন মেরিন লে পেনের শিষ্য ২৮ বছর বয়সী জর্দান বারদেলা। ফ্রান্সের ইতিহাসে প্রথমবারের মতো এই দলের ক্ষমতায় আসার জোর সম্ভাবনার কথা আগে থেকেই বলে আসছে গণমাধ্যমগুলো।

ভোটের পরপর উদযাপনরত সমর্থকদের উদ্দেশে মেরিন লে পেন বলেন, অবমাননাকর ও বিনাশকারী শক্তিকে বদলে দিতে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছেন ফরাসি জনগণ।

তবে ফ্রান্সের রাজনৈতিক ব্যবস্থা বেশ জটিল। ফ্রান্সের পার্লামেন্টে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে ৫৭৭ আসনের মধ্যে ২৮৯ আসন প্রয়োজন। জনমত ও বুথফেরত জরিপে ন্যাশনাল র‌্যালি দলকে সরকার গঠনে এগিয়ে রাখলেও কে শেষ হাসি হাসে, তা জানতে ৭ জুলাই পর্যন্ত অপেক্ষা করতে হবে। এদিন দ্বিতীয় দফার ভোট হবে। তখনই চূড়ান্ত ফল জানা যাবে।

এদিকে ন্যাশনাল র‌্যালির সরকার গঠন ঠেকাতে অন্যান্য দলের সঙ্গে জোট গঠন করতে দোড়ঝাঁপ শুরু করে দিয়েছেন ম্যাক্রোঁ। ইতিমধ্যে ডানপন্থীদের বিরুদ্ধে একটি বড় গণতান্ত্রিক জোটের গঠনের আহ্বান জানিয়েছেন তিনি।

তিনি বলেন, আমরা এখন ন্যাশনাল র‌্যালির মুখোমুখি দাঁড়িয়ে আছি। দ্বিতীয়বারের মতো একটি বড়, সুস্পষ্ট গণতান্ত্রিক ও প্রজাতন্ত্রী জোট গঠনের সময় এসেছে।

এর আগে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ নিজ দেশে ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ডানপন্থীদের কাছে ধরাশায়ী হয়ে তড়িঘড়ি করে আগাম পার্লামেন্ট নির্বাচন দেন। গেল ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচনে ফ্রান্সের ডানপন্থী আরএন দল ৩২ শতাংশ ভোট পেলেও ম্যাক্রোঁর রেনেসাঁ দল পায় মাত্র ১৪ শতাংশ ভোট।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন

People are also reading