হোম পিছনে ফিরে যান

চেন্নাইয়ের জয়ে ধোনির বিরল রেকর্ড

jagonews24.com 2024/5/16
চেন্নাইয়ের জয়ে ধোনির বিরল রেকর্ড

টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)। নিজেদের ঘরের মাঠ এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দরাবাদকে ৭৮ রানে হারিয়ে পয়েন্ট টেবিলে সেরা তিনে উঠে গেছে রুতুরাজ গায়কোয়াড়ের দল।

দলের ঘুরে দাঁড়ানোর দিনে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজুর রহমানও। লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে আগের ম্যাচে যেখানে ৩.৩ ওভার বল করে খরচ করেছিলেন ৫১ রান, সেখানে গতকাল ২.৫ ওভার বল করে মোস্তাফিজ দিয়েছেন মোটে ১৯ রা। শিকার করেছেন ২ উইকেট।

চেন্নাইয়ের জয়ে বিরল এক রেকর্ড করেছেন মহেন্দ্র সিং ধোনি। নিজের মুকুটে নতুন পালক যোগ করেছেন চেন্নাইয়ের সাবেক অধিনায়ক। হায়দরাবাদের বিপক্ষে ম্যাচ জিতে আইপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে এক দলের হয়ে ১৫০ ম্যাচ জয়ের রেকর্ড করেছেন ধোনি।

চলতি আসরে শেষ দিকে প্রতিপক্ষ দলের বোলাদের ত্রাস হিসেবে ব্যাটিংয়ে নামেন ধোনি। শেষ ওভারে চার-ছক্কা হাঁকিয়ে পালন করেন সেরা ফিনিশারের ভূমিকা। এই মৌসুমে ৯ ম্যাচে ৭ ইনিংস ব্যাট করে ২৫৯.৪৬ স্ট্রাইরেটে ৯৬ রান করেছেন ধোনি।

২০০৮ সাল থেকে আইপিএলের ইতিহাসে মোট ২৫৯ ম্যাচ খেলেছেন ধোনি। ২৪ হাফসেঞ্চুরির সঙ্গে ১৩৭.১৩ স্ট্রাইকরেটে ব্যাটিং করে রান করেছেন ৫ হাজার ১৭৮।

দলকে দারুণভাবে নেতৃত্ব দেওয়ার গুণ থাকার কারণেই সবার কাছে ব্যাপক জনপ্রিয় ধোনি। চাপ সামলে কীভাবে সফল হওয়া যায়, তার চেয়ে মনে হয় আর কেউ ভালো বোঝেন না। চেন্নাইকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আইপিএলের শিরোপা জিতিয়েছেন মোট ৫ বার। আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নও ধোনির দল চেন্নাই।

এমএইচ/জিকেএস

People are also reading