হোম পিছনে ফিরে যান

রাজধানীতে ভবন থেকে পড়ে ২ জনের ও গাড়িচাপায় ১ জনের মৃত্যু

banglatribune.com 4 দিন আগে

রাজধানীতে পৃথক ঘটনায় ভবন থেকে পড়ে এক নারীসহ দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় বাসার মালিকের গাড়িচাপায় দারোয়ানের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) আজিমপুর সরকারি কলোনির চারতলা পুরাতন ভবনের ছাদ মেরামতের আগে পরিষ্কারের কাজ করছিলেন শ্রমিক খায়রুন নেসা (৪৭)। তার সহকর্মী নাদিম জানান, অসাবধানতায় পা পিছলে নিচে পড়ে যান ওই নারী। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসব মৃত ঘোষণা করেন।

খায়রুন নেসা মাদারীপুর জেলার কালকিনি উপজেলার মৃত আবুল হোসেনের স্ত্রী। বর্তমানে কামরাঙ্গীরচড় মাতবর বাজার হ্যারিকেন ফ্যাক্টরি গলিতে পরিবার নিয়ে থাকতেন।

অন্যদিকে মিরপুর পল্লবীর ১১ নম্বর সেকশনে এভিনিউ -৫, মদিনাবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলেন নির্মাণ শ্রমিক জাকারিয়া (১৮)। এসময় বিদুৎস্পৃষ্ট হয়ে তিনি নিচে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান তার সহকর্মী মো. জালাল।

জাকারিয়া পটুয়াখালী জেলার বাউফল উপজেলার ভ্যানচালক নেছার উদ্দিনের ছেলে। বর্তমানে মিরপুর ১১ নম্বর সেকশনের পুরবী এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

এদিকে শেরেবাংলা নগর থানাধীন পূর্ব রাজাবাজার এলাকায় বাসার মালিকের গাড়ির চাপায় দারোয়ান ফজলুল হক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালের দিকে বাড়ির গ্যারেজের ভেতর এই ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন খান বলেন, সকালে পূর্ব রাজাবাজারের একটি বাসা থেকে মালিক গাড়ি বের করছিলেন। এসময় দারোয়ান ফজলুল হক গ্যারেজের দরজার সামনে দাঁড়িয়েছিলেন। হঠাৎ করে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গ্যারেজের দরজায় সজোরে ধাক্কা লাগে। ফজুলল হকের ওপরে গাড়িটি উঠে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায়।

এসআই আরও বলেন, আমরা ঘটনাস্থলে থেকে বিষয়টি তদন্ত করেছি। নিহতের মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালে পাঠানো হযেছে। এছাড়া এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

People are also reading