হোম পিছনে ফিরে যান

শীতলক্ষ্যায় নিখোঁজ ছাত্রের মরদেহ উদ্ধার

boishakhionline.com 2024/10/6

প্রকাশিত: ০৬-০৭-২০২৪ ০১:৩১

আপডেট: ০৬-০৭-২০২৪ ০১:৩১

নারায়ণগঞ্জ সংবাদদাতা: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদীতে বন্ধুদের সাথে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর কলেজ ছাত্র রাকিব হোসেনের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার রাতে ৯টায় জেলেপাড়া বর্ণালী খেয়াঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিক্ষার্থী রাকিব জামালপুর জেলার মেলান্দ থানার গুজামানিক গ্রামের খোরশেদ আলমের ছেলে ও আদমজীনগর সরকারী এমডব্লিউ কলেজের প্রথম বর্ষের ছাত্র। পরিবার সহ গোদনাইলে সালাউদ্দিন মিয়ার ভাড়াটিয়া বাড়িতে বসবাস করতো সে। 

জানা যায়,  বৃহস্পতিবার দুপুর বারোটায় রাকিব তার আরো তিন বন্ধুকে সাথে নদীতে গোসলের জন্য ট্রলারে ওঠে। পরে নদীর ওপাড়ে পৌছানোর মাঝ পথেই ট্রলার থেকে নদীতে লাফ দেয় রাকিব ও নিজাম। এসময় নিজাম সাতরে নদীর পাড়ে চলে গেলেও রাকিব পানিতে তলিয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পরও তাকে কোথাও না পেয়ে বিষয়টি পরিবারকে জানায়। স্বজনরা কোথাও তাকে না পেয়ে বাসায় ফিরে যায়। আজ রাতে নদী থেকে মরদেহ উদ্ধারে পর পরিবার রাকিবের মরদেহ সনাক্ত করে।

সদর নৌ-থানার উপ-পরিদর্শক সবুর মিয়া জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

People are also reading