হোম পিছনে ফিরে যান

কটুক্তির জেরে নবদম্পতির বিষপান, স্ত্রীর দাফন শেষে স্বামী মৃত্যু

jaijaidinbd.com 5 দিন আগে
-ফাইল ছবি

প্রেমের টানে ঘর ছেলে পালিয়ে বিয়ে করেছিলো দুজনে। সেই বিয়ে করাকে কেন্দ্র করে চাচার শ্বাশুড়ির করা কটুক্তি সইতে না পেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন নবদম্পতি রিয়া খাতুন ( ১৯) ও সাজেদুল ইসলাম (২১)। গুরুতর অবস্থায় তাদের ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

সেখানেই গত ৩০ জুন মৃত্যুবরণ করেন রিয়া। সোমবার ১লা জুলাই রাতে স্বজনরা রিয়ার দাফন সম্পন্ন করে গোরস্তান ত্যাগের আগেই রামেক থেকে সাজেদুলেরও মৃত্যুর খবর আসে।

মঙ্গলবার দুপুরে সাজেদুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বাবা আজতব প্রামানিক।

রিয়া ঈশ্বরদীর সাহাপুর আজিজল তলা এলাকার লেরু মোল্লার মেয়ে এবং সাজেদুল একই উপজেলার চরগড়গড়ি এলাকার আজতব প্রামানিকের ছেলে।

এর আগে গত রবিবার (৩০জুন) সকালে পাবনা ঈশ্বরদীর সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ি ফটিকমোড়ের আজতব প্রামানিকের বাড়িতে তার ছেলে সাজেদুল ও তার বৌ রিয়া বিষপান করে।

প্রতিবেশি ও থানা সুত্র জানায়, প্রেম করে পালিয়ে একমাস পুর্বে বিয়ে করেছে রিয়া খাতুন (১৯) ও সাজেদুল ইসলাম (২১) দম্পত্তি। রিয়ার পরিবার বিয়ে মেনে না নিলেও স্বামীর বাড়িতে শ্বশুর, শ্বাশুরি, ননদসহ আত্মীয়দের নিয়ে সুখেই ছিলো রিয়া।

কিন্ত রিয়ার চাচার শ্বাশুড়ি ভানু বেগম তাদের বাড়িতে গিয়ে রিয়াকে নানা রকম কটুক্তিসহ থুথু ফেলে তাদের ভালবাসার বিয়ের প্রতি ঘৃণা প্রকাশ করেন।

এতে চরমভাবে অপমানিত হয়ে স্বামী ও স্ত্রী পরিবারের লোকজনের চোখের আড়ালে নিজ ঘরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকজন টের পেয়ে তাদের উদ্ধার করে প্রথমে পাবনা সদর হাসপাতালে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) ভর্তি করা হয়। সেখানেই রিয়ার মৃত্যু হয়। আর স্ত্রীর মৃত্যুও তিনদিন পর স্বামী সাজেদুলেরও মৃত্যু হয়।

রিয়ার শ্বশুর আজতব প্রামানিক জানান, ঘটনার সময় তাদের অনুপস্থিতিতে রিয়ার বড় চাচার শ্বাশুড়ি ভানু বেগম বেড়াতে গিয়ে রিয়াকে নানা কটুক্তি করে। থুতু ফেলে ঘৃণা প্রকাশ করার অপমান সহ্য করতে না পেরে রিয়া ও সাজেদুল আত্মহত্যার জন্য বিষপান করে। ঘটনার দিনই রিয়া মারা যায়। আর সাজেদুল স্ত্রীর দাফন কাজ শেষ না হতেই মারা যায়।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, নবদম্পত্তি বিষপান আত্মহত্যার কারণ জানার চেষ্টা করা হচ্ছে। রিয়ার দাফনের পরই সাজেদুল মারা গেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করা হবে।

যাযাদি/ এস

People are also reading