হোম পিছনে ফিরে যান

গুগল-অ্যামাজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ

dailyjanakantha.com 2024/6/29
গুগল-অ্যামাজনের বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ
স্মার্ট হোম অ্যাপ্লিকেশনসের মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করছে গুগল ও অ্যামাজন

স্মার্ট হোম অ্যাপ্লিকেশনসের মাধ্যমে ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করছে গুগল ও অ্যামাজনের মতো কোম্পানি। নেদারল্যান্ডসভিত্তিক ভিপিএন কোম্পানি সার্ফশার্কের এক প্রতিবেদনে এমন অভিযোগ তোলা হয়েছে। প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

সার্ফশার্কের জানিয়েছে, সিকিউরিটি ক্যামেরা বা ভ্যাকুয়াম ক্লিনারের মতো চার শতাধিক স্মার্ট হোম ডিভাইসের প্রায় ২৯০টি অ্যাপ বিশ্লেষণ করা হয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে বড় ঝুঁকি তৈরি করেছে এ ধরনের অ্যাপ। 

অ্যামাজন ও গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলো এসব অ্যাপ্লিকেশনসের মাধ্যমে সবচেয়ে বেশি ব্যক্তিগত ডেটা সংগ্রহ করছে। প্রতিবেদনে ৩২ ধরনের ব্যক্তিগত তথ্য বা ডেটা পয়েন্টের ওপর নজর রাখা হয়েছিল, যা স্মার্ট হোম ডিভাইসগুলো সংগ্রহ করতে পারে। এসব ডিভাইসের মধ্যে অ্যামাজনের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যালেক্সা সবচেয়ে বেশি ডেটা সংগ্রহ করেছে। আলেক্সা ব্যবহারকারীর অবস্থান, তাদের ব্যক্তিগত বর্ণনা ও স্বাস্থ্য সম্পর্কিত তথ্য পর্যন্ত সংগ্রহ করেছে। 

ডেটা পয়েন্ট সংগ্রহ করে দ্বিতীয় অবস্থানে রয়েছে গুগলের অ্যাসিস্ট্যান্ট। গুগলের সংগ্রহ করা এসব ডেটার মাধ্যমে ব্যবহারকারীকে বেশ সহজেই শনাক্ত করা সম্ভব। এটি ব্যবহারকারীর গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি সাইবার হামলার ঝুঁকিও বাড়িয়ে তুলেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সার্ফশার্কের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে, কীভাবে স্মার্ট হোম অ্যাপ্লিকেশনস ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা সংগ্রহ করতে পারে। এভাবে ব্যবহারকারীর ঠিক কতটা সংবেদনশীল তথ্যে প্রবেশ করতে পারে এবং ডেটার অপব্যবহার হতে পারে, তা বিশ্লেষণ করা হচ্ছে বলে জানা গেছে।

People are also reading