হোম পিছনে ফিরে যান

বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই

jagonews24.com 2024/10/6
বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই
মাদারীপুরে এক বিকাশকর্মীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ

মাদারীপুরে এক বিকাশকর্মীকে কুপিয়ে ১৮ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ জুলাই) বেলা ১১টার দিকে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের দক্ষিণ দুধখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ, স্থানীয় ও আহত সূত্রে জানা গেছে, মাদারীপুর শহরের জেলা ডিস্ট্রিবিউটর অফিস থেকে প্রতিদিনের মতোই আজ সকালে মোটরসাইকেল চালিয়ে কাজের জন্য বের হন বিকাশের কর্মী আল-আমিন (২৪) ও হাসান উদ্দিন (২৫)। শহরের পুরানবাজার এলাকার পূবালী ব্যাংক থেকে ১৮ লাখ টাকা তুলে মাদারীপুর সদর উপজেলার হাউসদি বাজারে যাচ্ছিলেন। দুধখালী ইউনিয়নের দক্ষিণ দুধখালীর রাস্তায় পৌঁছালে দুটি মোটরসাইকেল এসে তাদের পথ রোধ করেন। এসময় আল-আমিন মোবাইল বের করলে তাকে কুপিয়ে জখম করা হয়। সঙ্গে থাকা হাসান উদ্দিন দৌড়ে পালিয়ে যান।

এসময় তাদের সঙ্গে থাকা ১৮ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে আল-আমিনের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে তাকে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বিকাশের মাদারীপুর জেলার ডিস্ট্রিবিউটর মোস্তাক আহমেদ বলেন, দিনের বেলা এভাবে এতগুলো টাকা ছিনতাই হলো, এটা খুবই দুঃখজনক। এর আগেও এমন ঘটনা ঘটেছে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তেমন সহযোগিতা পাইনি। যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাই।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ছিনতাইকারীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।

আয়শা সিদ্দিকা আকাশী/এসআর/জিকেএস

People are also reading