হোম পিছনে ফিরে যান

ফ্রান্সে প্রথম ধাপের নির্বাচনে ডানপন্থিদের জয়

banglatribune.com 2 দিন আগে

ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণে প্রথমবারের মতো জয় পেয়েছে অতি ডানপন্থিরা। ফলে ক্ষমতার একেবারে দ্বারপ্রান্তে চলে এসেছে তারা। প্রথম ধাপের নির্বাচনে ৩৩ দশমিক ২ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছে মেরিন লা পেনের অভিবাসন-বিরোধী অতি ডানপন্থি দল ন্যাশনাল র‍্যালি (আরএন)। জয়ের পর, রবিবার (৩০ জুন)রাতেই সমর্থকদের অভিবাদন জানিয়েছেন মেরিন লা পেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

রবিবারের ভোটে ২৮ দশমিক ১ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে বামপন্থি দলগুলোর জোট নিউ পপুলার ফ্রন্ট। আর প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর   জোট ২১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আছে।

অবশ্য এবার বিভিন্ন জনমত জরিপেও আরএন প্রথমবার ক্ষমতায় আসতে যাচ্ছে বলে আভাস দেওয়া হয়েছিল।

আরএনের ২৮ বছর বয়সি নেতা জর্ডান বারদেল্লা বলেছেন, ফরাসিরা যদি আমাদের ভোট দেন, তাহলে আমি সব ফরাসিদের নেতা হতে চাই।

এর আগে কখনও অতি ডানপন্থিরা ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফায় জিততে পারেনি।

মেরিন লা পেন ও জর্ডান বারদেল্লা চান ৫৭৭ আসনের ন্যাশনাল অ্যাসেম্বলিতে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা ২৮৯ আসন ।

তবে আগামী রবিবার (৭ জুলাই) হবে দ্বিতীয় দফার ভোটগ্রহণ। সেখানে অতি ডানপন্থিদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভবনা কম বলে উঠে এসেছে জরিপগুলোতে।

কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে ফ্রান্সে ঝুলন্ত পার্লামেন্ট গঠন করা হবে। তখন আরএনের পক্ষে তাদের অভিবাসন, কর কমানো ও আইনশৃঙ্খলা-সংক্রান্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে না।

জুনে ইউরোপিয়ান পার্লামেন্ট নির্বাচনে আরএনের হাতে ম্যাক্রোঁর জোটের শোচনীয় পরাজয়ের পর আগাম নির্বাচনের দেন তিনি। তার এই সিদ্ধান্তকে অনেকে জুয়ার সঙ্গে তুলনা করেছেন।

পার্লামেন্ট নির্বাচনের প্রথম দফার ভোটে ১৯৯৭ সালের পর এবারই সর্বোচ্চ ভোটার উপস্থিতি দেখা গেছে।

প্রথম দফার ভোট শেষে আরএনের ৩৯ জন পার্লামেন্ট সদস্য অর্ধেকের বেশি ভোটে নির্বাচিত হয়েছেন। বামপন্থি নিউ পপুলার ফ্রন্টের ৩২ জন এমপি নির্বাচিত হয়েছেন।

এদিকে আরএনের সাফল্যে ক্ষোভ ও হতাশা জানাতে প্যারিসে জমায়েত হয়ে বিক্ষোভ করেছেন বামপন্থি ভোটাররা।      

People are also reading