হোম পিছনে ফিরে যান

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার অবসর

jagonews24.com 2024/5/12

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ব্রাজিলের পুরুষ ও নারী ফুটবল মিলিয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা মার্তা। বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নেন ব্রাজিল নারী দলের ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।

২০১৭ সালে যুক্তরাষ্ট্রের ক্লাব অরল্যান্ডো প্রাইডের হয়ে খেলছেন মার্তা। চলতি বছরে আগামী প্যারিস অলিম্পিকেও খেলার কথা ছিল তার। কিন্তু তার আগেই জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দিলেন মার্তা।

বৃহস্পতিবার সিএনএন এর একটি সাক্ষাৎকারে মার্তা বলেন, ‘যদি আমি অলিম্পিকে খেলতে যেতাম, তাহলে সেখানে প্রতিটি মুহূর্ত উপভোগ করতাম। তবে এটি সত্য যে, আমি অলিম্পিকে খেলতে যাই বা না যাই, জাতীয় দলের হয়ে এই বছরই আমার শেষ। ২০২৫ সালে একজন খেলোয়াড় হিসেবে জাতীয় দলে মার্তাকে আর পাওয়া যাবে না।’

ব্রাজিলের হয়ে ১৭৫ ম্যাচে ১১৬ গোল করেন মার্তা। একের পর গোল করে সবার নজর কেড়ছেন তিনি। ব্রাজিলিয়ান এই গোলমেশিনকে উপাধি দেওয়া হয়েছে ‘রানী মার্তা’।

নারী ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও মার্তা। বিশ্বকাপের আসরে সব মিলিয়ে ১৭টি গোল করেন তিনি। তবে সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার একবারও শিরোপা জিততে পারেননি। ২০১৭ সালে ফাইনালে উঠলেও জার্মানির কাছে হেরে বিদায় নিতে হয়েছে তাকে।

এমএইচ/এএসএম

People are also reading