হোম পিছনে ফিরে যান

জীবন্ত ত্বকের রোবট

prothomalo.com 2024/10/5
রোবট অবকাঠামোয় বসানো ত্বকের কোষ ছবি টোকিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে

যান্ত্রিক রোবটে এবার ‘জীবন্ত ত্বক’ বসানো সম্ভব হয়েছে। জাপানের একদল গবেষক এ সাফল্য দেখিয়েছেন। এতে করে রোবটকে নানা দিক থেকে মানুষের কাছাকাছি করে তোলার প্রচেষ্টায় আরেক ধাপ এগোল বিশ্ব।

জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল সায়েন্সের অধ্যাপক শওজি টেকুচের নেতৃত্বে একদল গবেষক একটি ছোট রোবট তৈরি করেছেন। নরম ও গোলাপি রঙের জ্বলজ্বলে চোখ নিয়ে ছোট্ট রোবটটি যখন ক্যামেরা বা কারও দিকে তাকায়, তখন সেটার চেহারায় হাসি ফুটে ওঠে। এ সময় রোবটটির মুখমণ্ডল অনেকটা মানুষের চেহারার মতোই সামান্য বিকশিত ও সংকুচিত হয়।

কোলাজেন জেল ও হিউম্যান ডার্মাল ফাইব্রোব্লাস্ট ব্যবহার করে রোবটের এই জীবন্ত ত্বক তৈরি করা হয়েছে। মানুষের ত্বকের প্রাকৃতিক গঠন থেকে উদ্বুদ্ধ হয়েই শওজি টেকুচের দল এটি করেছে। মানুষের মতোই ত্বক ও প্রকাশভঙ্গি থাকায় রোবটের মাধ্যমে যোগাযোগ আরও কার্যকর হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

People are also reading