হোম পিছনে ফিরে যান

ভারতে ছিনতাই হওয়া আইফোন কেরানীগঞ্জে উদ্ধার

jaijaidinbd.com 2 দিন আগে
ছবি-সংগৃহিত

ভারতের কলকাতা থেকে একবছর আগে ছিনতাই হওয়া আইফোন-১৩ ঢাকার কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে ডিএমপির শাহজাহানপুর থানা পুলিশ।

রবিবার (৩০ জুন) বিকেলে ঢাকা মহানগর পুলিশের শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজত কুমার সাহা মোবাইলটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকার নিকটবর্তী উপজেলা কেরানীগঞ্জ থেকে আইফোন-১৩ মোবাইলটি উদ্ধার করা করা হয়েছে।গতবছর ২৬ জুলাই কলকাতার বেনিয়াপুকুর থানা এলাকার পার্কসার্কাস থেকে মৌটুসী গাঙ্গুলি নামে ভারতীয় নাগরিকের ব্যবহৃত আইফোনটি ছিনতাই হয়। পরে তিনি বেনিয়াপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এক পর্যায়ে ভারতীয় সাইবার পুলিশ মৌসুমি গাঙ্গুলিকে জানায় ফোন আর কলকাতায় নেই। ফোন বাংলাদেশে পাচার হয়ে গেছে।

এখন আর তাদের কিছুই করার নেই। হারানো মোবাইলটির আশা ছেড়ে দেওয়া মৌটুসী শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাদের এসআই মিল্টন কুমার দাসের সঙ্গে যোগাযোগ করেন। মৌটুসী জানতে পারেন এসআই মিল্টন দেশের নাগরিকদের অনেক হারানো মোবাইলফোন উদ্ধার করে দিয়ে থাকেন। দীর্ঘ একবছর পর সেই ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধার নেতৃত্ব দেন শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাস। তিনি আরও জানান, তথ্য প্রযুক্তির সহায়তার মাধ্যমে কেরানীগঞ্জ থেকে মোবাইলটি উদ্ধার করা হয়। যিনি মোবাইলটি দেশে ব্যবহার করছিলেন তিনি একজন মোবাইলের দোকানদার।

মাত্র ১৭ হাজার টাকায় মোবাইলটি তিনি আরেকজনের কাছ থেকে কিনেছিলেন। ওই বিক্রেতা তাকে বলেছিল ভারত থেকে মোবাইলটি তিনি কিনেছেন। এদিকে ছিনতাই হওয়া মোবাইলটি উদ্ধারের খবর পাওয়ার পর আবেগে উচ্ছ্বাসে মৌটুসী গাঙ্গুলি উদ্বেলিত।

তিনি গণমাধ্যমকর্মীদের জানান, আমি বিশ্বাস করতে পারি নাই এক বছর পর আমার ছিনতাই হওয়া মোবাইলটি বাংলাদেশে উদ্ধার হবে। আমি বাংলাদেশ পুলিশকে কৃতজ্ঞতা জানাই। তিনি এসময় আরও জানান, মোবাইলটি তার মেয়ের কাছ থেকে ছিনতাই হয়। মেয়ের লেখাপড়ার বিভিন্ন প্রয়োজনীয় নোটসহ গুরুত্বপূর্ণ তথ্যাদি মোবাইলটিতে ছিল।

এবিষয় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, এমন অর্জন সত্যিই প্রশংসনীয়। আমরা সব সময় আমাদের অধীনস্ত কর্মকর্তাদের এমনটাই প্রশিক্ষণ দেই যার মূলমন্ত্র নাগরিকদের সেবা প্রদান করা। সেখানে দেশ, স্থান, কালের প্রয়োজন হয় না। উল্লেখ্য, মৌটুসী গাঙ্গুলির মোবাইলটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে তার কাছে অতিশীঘ্রই হস্তান্তর করা হবে বলে জানা গেছে।

যাযাদি/ এস

People are also reading